Latest

Monday, August 8, 2022

Daily Bengali Current Affairs 8th August 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই আগস্ট ২০২২

 Daily Bengali Current Affairs 8th August 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 8th August 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই আগস্ট ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় খেলোয়াড়কে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে ?

(ক) রাহুল দ্রাবিড়      

(খ) এম এস ধোনি       

(গ) সুরেশ রায়না     

(ঘ) বিরাট কোহলি  

২। “জাতীয় তাঁত দিবস” কবে পালিত হয় ?

(ক) ৬ আগস্ট    

(খ) ৮ আগস্ট    

(গ) ৭ আগস্ট   

(ঘ) ৯ আগস্ট  

৩। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিটি জেলায় একটি সংস্কৃতভাষী গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ?

(ক) তেলেঙ্গানা    

(খ) উত্তরাখণ্ড   

(গ) উত্তরপ্রদেশ   

(ঘ) বিহার  

৪। সম্প্রতি CWG 2022-এ ফ্রিস্টাইল কুস্তিতে ভিনেশ ফোগাট কোন পদক জিতেছেন ?

(ক) ব্রোঞ্জ    

(খ) সিলভার    

(গ) সোনা     

(ঘ) কিছুই না  

৫। সম্প্রতি কে ODOP উপহার তালিকার ডিজিটাল সংস্করণ উন্মোচন করেছে ?

(ক) পীযূষ গয়েল  

(খ) আমাজন    

(গ) নলিন নেগি   

(ঘ) সঞ্জয় বারু

৬। সম্প্রতি ভারত কোন দেশকে হারিয়ে SAFF U-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে ?

(ক) জাপান     

(খ) চীন       

(গ)  আমেরিকা     

(ঘ)  বাংলাদেশ   

৭। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী IFFCO ন্যানো ইউরিয়া স্প্রে করার স্কিম চালু করেছেন ?

(ক) তেলেঙ্গানা     

(খ) অরুণাচল প্রদেশ     

(গ) গুজরাট     

(ঘ) উত্তর প্রদেশ  

৮। সাম্প্রতিক সময়ে ভারতে প্রথম ডিজিটাল আদালত কোথায় যাবে ?

(ক) কর্ণাটক     

() ওড়িশা        

(গ) রাজস্থান        

(ঘ) মহারাষ্ট্র  

৯। সম্প্রতি আজাদ হিন্দ ফৌজের মেজর মারা গেছেন, তার নাম কি ?

(ক) পৃথ্বী মালিক   

(খ) ফয়েজ হামিদ    

(গ) ঈশ্বর লাল     

(ঘ) স্বাধীন সিং   

১০। কোন রাজ্য সরকার সম্প্রতি NISG-এর সাথে MoU স্বাক্ষর করেছে ?

(ক) ওড়িশা     

(খ) পশ্চিমবঙ্গ     

(গ) অন্ধ্র প্রদেশ     

(ঘ) কর্ণাটক  


১১। চীন দেশ সম্প্রতি তাইওয়ানের কাছে সবচেয়ে বড় সামরিক মহড়া করেছে।
১২। সম্প্রতি তামিম ইকবাল প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 8000 রান করেছেন ।
১৩। সম্প্রতি জগদীপ ধনখর ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ।
১৪। সম্প্রতি প্রথমবারের মতো “ফিশ উইমেনস ক্রিকেট লিগ” আয়োজিত হয়েছিল কাশ্মীরে ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here