Daily Bengali Current Affairs 27th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ‘আন্তর্জাতিক কুকুর দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) 25 আগস্ট
(খ) 23 আগস্ট
(গ) 26 আগস্ট
(ঘ) 24 আগস্ট।
২। সম্প্রতি “31 তম ব্যাস সম্মানে” কে সম্মানিত হয়েছেন ?
(ক) Angela Merkel
(খ) August Tano Kuamein
(গ) Dr. Asghar Wajahat
(ঘ) Adolf Hitler।
৩। সম্প্রতি IMF-এ ভারতের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) রবিন্দর টক্কর
(খ) কে ভি সুব্রামানিয়াম
(গ) হিমাংশু কাপানিয়া
(ঘ) এন ভি সুন্দরা ।
৪। সম্প্রতি কোন রাজ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম মুখ্যমন্ত্রীর
ক্ষুদ্র অর্থ প্রকল্প চালু করেছেন ?
(ক) ওড়িশা
(খ) রাজস্থান
(গ) নাগাল্যান্ড
(ঘ) বিহার ।
৫। সম্প্রতি কোন রাজ্যে টমেটো ফ্লু নামের ভাইরাসের প্রথম কেস পাওয়া
গেছে ?
(ক) কেরালা
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) মধ্য প্রদেশ ।
৬। সম্প্রতি বিক্রম দোরাইস্বামী কোন দেশে ভারতের হাইকমিশনার নিযুক্ত
হয়েছেন ?
(ক) ফ্রান্স
(খ) মালয়েশিয়া
(গ) শ্রীলংকা
(ঘ)
যুক্তরাজ্য ।
৭। সম্প্রতি, উত্তরপ্রদেশ সরকার কোন রাজ্যকে সুগন্ধি পর্যটন
গন্তব্য হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে?
(ক) আজমীর
(খ) পুনে
(গ) কনৌজ
(ঘ) নতুন দিল্লি ।
৮। সম্প্রতি নকশালবাদের অবসান ঘটাতে কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের
সভায় সভাপতিত্ব করেছেন কে ?
(ক) রাজনাথ সিং
(খ) পীযূষ গয়াল
(গ) অমিত শাহ
(ঘ) জয় রাম ঠাকুর ।
৯। সম্প্রতি ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত
হয় ?
(ক) আমেরিকা
(খ) পুনে
(গ) নতুন দিল্লি
(ঘ) মহারাষ্ট্র ।
১০। সম্প্রতি উপন্যাস উপপাদ্যের জন্য কে ‘সাহিত্য আকাদেমি যুব পুরস্কার
2022’ পেয়েছেন ?
(ক) মোহিত ত্রিপাঠী
(খ) ক্ষমা শর্মা
(গ) ভগবন্ত আনমোল
(ঘ) রাহুল সিঙ্ঘানিয়া ।
১১। সম্প্রতি দিল্লির অনং তালকে জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা করা হয়েছে
।