Daily Bengali Current Affairs 1st August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি CWG 2022-এ ‘মীরাবাই চানু’ কোন পদক জিতেছে ?
(ক) সিলভার
(খ) ব্রোঞ্জ
(গ) সোনা
(ঘ) কোনটিই নয় ।
২। সম্প্রতি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বিলিয়ন ডলারে পৌঁছেছে
?
(ক) ৭১২
(খ) ৬১৬
(গ) ৫৭১
(ঘ) ৫৫০ ।
৩। কে সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রকের ফ্ল্যাগশিপ রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন
সেক্টর স্কিম চালু করেছেন ?
(ক) মনোজ কুমার
(খ) নরেন্দ মোদী
(গ) রাজনাথ সিং
(ঘ) সংকল্প গুপ্ত ।
৪। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ভারতে সরকারি সফরে এসেছেন ?
(ক) কম্বোডিয়া
(খ) উজবেকিস্তান
(গ) মালদ্বীপ
(ঘ) আইভরি কোস্ট ।
৫। সম্প্রতি টি-টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়
কে হয়েছেন ?
(ক) গুস্তাভ ম্যাককন
(খ) অশ্বিনী কুমার
(গ) আলী নায়ার
(ঘ) কেউ নয় ।
৬। সম্প্রতি সর্বভারতীয় DLSA সভার উদ্বোধন করেছেন কে ?
(ক) অমিত শাহ
(খ) রাজনাথ সিং
(গ) পীযূষ গয়াল
(ঘ) নরেন্দ্র মোদী ।
৭। কোন দেশ সম্প্রতি মুদ্রাস্ফীতি মোকাবেলায় স্বর্ণমুদ্রা
চালু করেছে ?
(ক) মরিশাস
(খ) আমেরিকা
(গ) জিম্বাবয়ে
(ঘ) ভারত ।
৮। সম্প্রতি LIC HFL - এর বোর্ডে অতিরিক্ত পরিচালক হিসেবে কে নিযুক্ত
হয়েছেন ?
(ক) বিনায়ক পাই
(খ) অক্ষয় মুন্দ্রা
(গ) রবি কিশান টক্কর
(ঘ) এদের কেউ নয় ।
৯। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক
লিমিটেডকে কার সাথে একীভূত হওয়ার অনুমোদন দিয়েছে ?
(ক) JIO
(খ) VI
(গ) BSNL
(ঘ) AIRTEL ।
১০। সম্প্রতি “স্বামী দিবেকানন্দ যুব শক্তি যোজনা” কোথায় চালু হয়েছে
?
(ক) হরিয়ানা
(খ) পাঞ্জাব
(গ) কর্ণাটক
(ঘ) মহারাষ্ট্র ।
১২। সম্প্রতি সুস্থ পরিবেশকে মানবাধিকার হিসেবে ঘোষণা করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদ ।
১৩। সম্প্রতি ‘কৃষি অবকাঠামো তহবিল পুরস্কার’ দিয়েছেন নরেন্দ্র সিং তোমর ।