Latest

Wednesday, August 17, 2022

Daily Bengali Current Affairs 17th August 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই আগস্ট ২০২২

 Daily Bengali Current Affairs 17th August 2022 


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 17th August 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই আগস্ট ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি ‘বেনিংটন ব্যাটল ডে’ কবে পালিত হয়েছে ?

(ক) 12 আগস্ট    

(খ) 10 আগস্ট      

(গ) 16 আগস্ট     

(ঘ) 15 আগস্ট

২। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ সম্প্রতি কোথায় শুরু হয়েছে ?

(ক) গোয়া     

(খ) ভুবনেশ্বর     

(গ) কলকাতা   

(ঘ) ব্যাঙ্গালোর  ।

৩। সম্প্রতি অন্ধ্র প্রদেশের বিজয় ওয়াডায় মহাত্মা গান্ধীর একটি 30 ফুট উঁচু ম্যুরাল মূর্তি কে উন্মোচন করেছেন ?

(ক) এস জয়শঙ্কর    

(খ) বিশ্বভূষণ হরিচন্দ্রন    

(গ) জগন মোহন রেড্ডি   

(ঘ) এন.চন্দ্রবাবু নাইডু

৪। সম্প্রতি কোন রাজ্যের তৃতীয় বিমানবন্দরের নাম “ডোনি পোলো বিমানবন্দর” রাখা হয়েছে ?

(ক) মহারাষ্ট্র    

(খ) ভুবনেশ্বর    

(গ) অরুণাচল প্রদেশ     

(ঘ) নতুন দিল্লি  

৫। সম্প্রতি কোন দেশ সকল নারীদের বিনামূল্যে স্যানিটারি পণ্য সরবরাহ করে ?

(ক) স্কটল্যান্ড    

(খ) ফ্রান্স     

(গ) মেক্সিকো      

(ঘ) ভারত

৬। “India International Seafood Show in February 2023” কে হোস্ট করবে ?

(ক) পুনে     

(খ) গোয়া      

(গ)  মুম্বাই     

(ঘ)  কলকাতা

৭। সম্প্রতি NetGrid-এর CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) সুরেশ প্যাটেল     

(খ) রাজনাথ সিং     

(গ) পীযূষ গয়াল    

(ঘ) নলিন নেগি ।

৮। সম্প্রতি, 2022 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হয়েছে ?

(ক) 1108    

() 1277    

(গ) 1082     

(ঘ) 1288

৯। সম্প্রতি ‘অপারেশন যাত্রী সুরক্ষা’ কে শুরু করেছেন ?

(ক) CISF   

(খ) NSG    

(গ) RPF     

(ঘ) BSF   

১০। সম্প্রতি কোন পাকিস্তানি ক্রিকেটারকে ‘সিতারা-ই-ইমতিয়াজ সম্মান’ দিয়ে সম্মানিত করা হয়েছে ?

(ক) সাকিব আল হাসান    

(খ) তামিম ইকবাল    

(গ) বাবর আজম    

(ঘ) আবিদ আলী  

 

১১। সম্প্রতি ভারত দেশের ফুটবল ফেডারেশন ফিফা কর্তৃক স্থগিত করা হয়েছে ।
১২। সম্প্রতি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী 1000টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছেন । 
১৩। ব্রিটেন দেশ সম্প্রতি ওমিক্রন ভ্যাকসিন তৈরির প্রথম দেশ হয়ে উঠেছে ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here