What is Child Psychology & Pedagogy
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব What is Child Psychology & Pedagogy ।। শিশুমনোবিদ্যা ও পেডাগগি কী?।। Free PDF Download ।
psychology & pedagogy কাকে বলে বা এদের মধ্যে সম্পর্ক কি । চলো বন্ধুরা দেরি না করে দেখে নাও -
একজন শিক্ষককে শিক্ষাদান প্রক্রিয়া সার্থক রূপে সম্পাদন করার জন্য যেমন Pedagogy এর জ্ঞান থাকা আবশ্যক তেমনি Psychology এর জ্ঞানও প্রয়োজন । কারণ এই দুটির জ্ঞান একে অপরের সাথে সম্পর্ক যুক্ত । মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষক শিশুর রুচি, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা, চাহিদা ইত্যাদি বিষয়ে জেনে তাকে সঠিক ভাবে বুঝতে পারে ,আর তাকে সেইভাবে শিক্ষাদানও করতে পারে । সঠিক ভাবে শিক্ষাদান করার জন্য শিক্ষককে যে জ্ঞানের প্রয়োজন তাই হল Pedagogy । এই দুইয়ের জ্ঞান শিক্ষককে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী সঠিক শিক্ষাদানে সাহায্য করে । একজন শিক্ষক শিক্ষার্থীদের বোঝার জন্য ও তাদের সঠিক ভাবে পড়ানোর জন্য মনোবিদ্যা ও মনস্তত্ত্ব হাতিয়ার হিসাবে ব্যবহার করে ।
‘Pedagogy’ শব্দটি গ্রিক শব্দ ‘Paidos’ এবং ‘agoges’ থেকে এসেছে । ‘Paidos’ এর অর্থ হল ‘chaild’ এবং ‘agoges’ এর অর্থ হল ‘Leader’ । অর্থাৎ Chaild Leader । ‘Psychology’ গ্রিক শব্দ ‘Psyche’ ও ‘Logos’ থেকে এসেছে, যার অর্থ হল ‘Mind’ ও ‘Science’।
অন্য ভাবে বলা যায় -
Pedagogy is a Scientific Method and Practice of Teaching.
Psychology is a Method to understand the child science of mind and behavior.
আজকের এই বিষয়টির PDF টি ডাউনলোড করুন - Download PDF Click Here ।