Daily Bengali Current Affairs 29th April 2022
![]() |
Daily Bengali Current Affairs |
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 29th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে এপ্রিল ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। হিসাবরক্ষকদের 21তম বিশ্ব কংগ্রেস 2022 কে হোস্ট করবে ?
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) ভারত
(ঘ) চীন ।
২। “এন্টারপ্রাইজ ইন্ডিয়া” কে উদ্বোধন করেন ?
(ক) নরেন্দ্র মোদি
২। “এন্টারপ্রাইজ ইন্ডিয়া” কে উদ্বোধন করেন ?
(ক) নরেন্দ্র মোদি
(খ) জসলিন কোহলি
(গ) নারায়ণ রানে
(ঘ) রাজনাথ সিং ।
৩। ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস' কবে পালন করা হয় ?
(ক) 26 এপ্রিল
৩। ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস' কবে পালন করা হয় ?
(ক) 26 এপ্রিল
(খ) 28 এপ্রিল
(গ) 27 এপ্রিল
(ঘ) 29 এপ্রিল ।
৪। কোন দেশ জাতিসংঘের পর্যটন সংস্থা থেকে প্রত্যাহার করেছে ?
(ক) চীন
৪। কোন দেশ জাতিসংঘের পর্যটন সংস্থা থেকে প্রত্যাহার করেছে ?
(ক) চীন
(খ) ইজরায়েল
(গ) রাশিয়া
(ঘ) ভারত ।
৫। কোন রাজ্য সরকার সঙ্গীত প্রচারের জন্য একটি সঙ্গীত প্রকল্প শুরু করেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
৫। কোন রাজ্য সরকার সঙ্গীত প্রচারের জন্য একটি সঙ্গীত প্রকল্প শুরু করেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মেঘালয়
(গ) মহারাষ্ট্র
(ঘ) কেরালা ।
৬। সম্প্রতি ‘এম বিজয়ন’ মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) সাংবাদিক
৬। সম্প্রতি ‘এম বিজয়ন’ মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) সাংবাদিক
(খ) লেখক
(গ) জীববিজ্ঞানী
(ঘ) গায়ক ।
৭। সম্প্রতি গুগল কোন রাজ্য সরকারের সাথে MoU স্বাক্ষর করেছে ?
৭। সম্প্রতি গুগল কোন রাজ্য সরকারের সাথে MoU স্বাক্ষর করেছে ?
(ক) কেরালা
(খ) তেলেঙ্গানা
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।
৮। সম্প্রতি কার সহযোগিতায় ভারত সরকার ‘ওমেন চেঞ্জ মেকারস’ ভিডিও সিরিজ প্রকাশ করেছে ?
(ক) Zee5
৮। সম্প্রতি কার সহযোগিতায় ভারত সরকার ‘ওমেন চেঞ্জ মেকারস’ ভিডিও সিরিজ প্রকাশ করেছে ?
(ক) Zee5
(খ) Hotstar
(গ) Netflix
(ঘ) Amazon Prime ।
৯। ক্লিন এনার্জির জন্য নরওয়ের ইকুইনরের সাথে কে একটি চুক্তি স্বাক্ষর করেছে ?
(ক) IOCL
৯। ক্লিন এনার্জির জন্য নরওয়ের ইকুইনরের সাথে কে একটি চুক্তি স্বাক্ষর করেছে ?
(ক) IOCL
(খ) BPCL
(গ) ONGC
(ঘ) OPEC ।
১০। সম্প্রতি মন্ত্রিসভা কোন পেমেন্ট ব্যাঙ্কের জন্য 820 কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে ?
(ক) Airtel Payments Bank
১০। সম্প্রতি মন্ত্রিসভা কোন পেমেন্ট ব্যাঙ্কের জন্য 820 কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে ?
(ক) Airtel Payments Bank
(খ) HDFC Payment Bank
(গ) India Post Payments Bank
(ঘ) Fino Payments Bank ।
১১। রাশিয়া দেশ 2023 বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপের আয়োজক থেকে বঞ্চিত হয়েছে ।
১২। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ভারতীয় কোম্পানি হয়ে 19 লক্ষ কোটি টাকার এম-ক্যাপ পৌঁছেছে ।
১৩। 2022-23-এর জন্য NASSCOM-এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কৃষ্ণান রামানুজামকে ।
১১। রাশিয়া দেশ 2023 বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপের আয়োজক থেকে বঞ্চিত হয়েছে ।
১২। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ভারতীয় কোম্পানি হয়ে 19 লক্ষ কোটি টাকার এম-ক্যাপ পৌঁছেছে ।
১৩। 2022-23-এর জন্য NASSCOM-এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কৃষ্ণান রামানুজামকে ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here ।