Latest

Saturday, April 30, 2022

Daily Bengali Current Affairs 30th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩০শে এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 30th April 2022

Daily Bengali Current Affairs 30th April 2022
Daily Bengali Current Affairs

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 30th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩০শে এপ্রিল ২০২২ 

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। কোন দেশের কিশোর কুমার দাস যুক্তরাজ্যের কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট পুরস্কার জিতেছেন ?
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) বাংলাদেশ
(ঘ) চীন ।

২। ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2022’ পুরস্কার কে পেয়েছেন ?
(ক) সুমন বেরি
(খ) জসলিন কোহলি
(গ) দেবদত্ত চক্রবর্তী
(ঘ) সত্য ইশ্বরন ।

৩। ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ কবে পালিত হয় ?
(ক) 26 এপ্রিল
(খ) 29 এপ্রিল
(গ) 27 এপ্রিল
(ঘ) 28 এপ্রিল ।

৪। কোন শহর প্রথম ভ্যাকুয়াম ভিত্তিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন করেছে ?
(ক) জয়পুর
(খ) পুনে
(গ) আগ্রা
(ঘ) ভোপাল ।

৫। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের অ্যান্টি-শিপ সংস্করণ কোথায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) আন্দামান ও নিকোবর
(গ) মহারাষ্ট্র
(ঘ) কেরালা ।

৬। সম্প্রতি প্রয়াত হলেন ‘এ কে ভাদুড়ি’, কে ছিলেন তিনি ?
(ক) সাংবাদিক
(খ) লেখক
(গ) বিজ্ঞানী
(ঘ) গায়ক ।

৭। সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জে ডি রিম্বাই মারা গেছেন ?
(ক) কেরালা
(খ) মেঘালয়
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।

৮। সম্প্রতি কে IBC সেরা অবকাঠামো প্রকল্প পুরস্কার পেয়েছেন ?
(ক) Statue of Unity
(খ) Prime Minister Museum
(গ) Atal Tunnel
(ঘ) কোনটিই নয় ।

৯। সম্প্রতি উত্তর প্রদেশের কোন শহরে ভারতের প্রথম ‘অমৃত সরোবর’ স্থাপিত হয়েছে ?
(ক) বারাণসী
(খ) গোরখপুর
(গ) রামপুর
(ঘ) ভোপাল ।

১০। কোন ব্যাংক ছোট ব্যবসার জন্য একটি ডিজিটাল ইকোসিস্টেম চালু করেছে ?
(ক) Axis Bank
(খ) SBI
(গ) ICICI Bank
(ঘ) HDFC Bank ।

১১। ‘Azadi to Antyodaya Tak’ 90 দিনের প্রচারাভিযান শুরু করেছেন গিরিরাজ সিং ।
১২। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত ১৭টি পদক জিতেছে ।
১৩। সম্প্রতি SBI কার্ডগুলি ডিজিটাল রূপান্তর প্রচারের জন্য TCS এর সাথে চুক্তি করেছে ।

 

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here