Latest

Monday, July 18, 2022

Daily Bengali Current Affairs 18th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 18th July 2022

Daily Bengali Current Affairs 18th July 2022

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 18th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি নবগঠিত NaBFID এর প্রধান কে হবেন ?

(ক) রাজেন্দ্র প্রসাদ     

(খ) ব্রিজেশ কুমার      

(গ) রাজকিরণ রাই    

(ঘ) রাজনাথ সিং

২। সম্প্রতি গুগলের মূল কোম্পানি ‘আলফাভেট ইনক’-এর বোর্ডে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

(ক) আলভারিও লরিয়া    

(খ) মার্গারেট থ্রেস    

(গ) মার্টি শ্যাভেজ    

(ঘ) অতুল সিং ।

৩। সম্প্রতি কোন শহরে সংস্কৃতি মন্ত্রক “ধম্মাক্কা দিবস 2022” উদযাপনের আয়োজন করেছে ?

(ক) তানসেন    

(খ) সারনাথ   

(গ) লুম্বিনী   

(ঘ) গয়া

৪। কে সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর নতুন MD এবং CEO হয়েছেন ?

(ক) হর্ষিত রাজা    

(খ) ভি কে সিং    

(গ) আশীষ কুমার চৌহান   

(ঘ) সঞ্জয় কুমার

৫। কে সম্প্রতি কৃষি ব্যবসার প্রসারের জন্য ‘প্ল্যাটফর্ম থেকে ফ্ল্যাটফর্ম’ নামে একটি উদ্যোগ চালু করেছেন ?

(ক) নরেন্দ্র সিং তোমর   

(খ) রাজনাথ সিং    

(গ) ধর্মেন্দ্র প্রধান    

(ঘ) পীযূষ গয়াল  

৬। সম্প্রতি রাজ্যের কৃষি ও উদ্যানপালন মন্ত্রীদের জাতীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল ?

(ক) নতুন দিল্লি    

(খ) তামিলনাড়ু     

(গ) ব্যাঙ্গালোর    

(ঘ) আহমেদাবাদ  

৭। আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস 2022 সম্প্রতি কবে পালিত হয়েছে ?

(ক) 14 জুলাই     

(খ) 9 জুলাই     

(গ) 17 জুলাই    

(ঘ)  5 জুলাই ।

৮। সম্প্রতি কোথায় ন্যাশনাল ওয়াটারশেড কনফারেন্স 2022 আয়োজন করা হয়েছে ?

(ক) কর্ণাটক    

() কেরালা     

(গ) নতুন দিল্লি    

(ঘ) মুম্বাই

৯। কোন রাজ্য সম্প্রতি টাইম ম্যাগাজিনের “বিশ্বের ৫০টি সেরা স্থান 2022” - এ অন্তর্ভুক্ত হয়েছে ?

(ক) ওড়িশা   

(খ) উত্তরাখণ্ড    

(গ) কেরালা    

(ঘ) কর্ণাটক  

১০। কে সম্প্রতি সিঙ্গাপুর ওপেন 2022-এ মহিলাদের একক শিরোপা জিতেছে ?

(ক) ডি গুকেশ      

(খ) ক্যারোলিনা মারিন     

(গ) পিভি সিন্ধু     

(ঘ) কিরণ রিজিজু


১১। 2025 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে টোকিও ।
১২। সম্প্রতি 18তম সর্বভারতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুর ।
১৩। সম্প্রতি WAC-তে পুরুষদের লং জাম্পের ফাইনালে প্রবেশকারী প্রথম ভারতীয় হয়েছেন মুরলি শ্রী শঙ্কর ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই জুলাই ২০২২ দেখুন ।