Life Science GK Bengali PDF Part - 1
![]() |
Life Science GK Bengali PDF Part - 1 |
১) মানব দেহের দীর্ঘতম কোষ
কোনটি ?
উ - স্নায়ুকোষ (১ মিটারের
বেশি দৈর্ঘ্য )।
২) মানবদেহের ক্ষুদ্রতম কোষের
নাম কি ?
উ - শ্বেতকণিকা ।
৩) মানুষের দেহে কয়টি
ক্রোমোজোম থাকে ?
উ - ৪৬ টি।
৪) মানুষের সুষুম্না নার্ভের
সংখ্যা কত ?
উ - ৩১ জোড়া ।
৫) মানুষের মস্তিষ্কের ওজন কত
?
উ - ১.৩৬ কেজি।
৬) মানুষের অক্ষিগোলকের ব্যাস
কত ?
উ - প্রায় ২৫ মিলিমিটার।
৭) মানুষের চোখের তারারন্ধ্র
বা পিউসিলের ব্যাস কত
উ - ১.৮ মিলিমিটার।
৮) মানুষের চোখের লেন্সের
ব্যাস কত ? কেন্দ্রস্থল
টি কত পুরু ?
উ - ১১ মিলিমিটার। পুরু
প্রায় ৪ মিলিমিটার।
৯) ব্লাড সুগারের রোগীর ক্ষেত্রে ইনসুলিন উপকারী কেন ?
উ - ইনসুলিন কলা কোষে গ্লুকোজ
দহনে সহায়তা করে বলে এবং ইহা গ্লুকোজ উৎপাদনে বাধা প্রদান করে ।
১০) মানুষের ত্বকের রঙ
ফ্যাকাশে হয়ে যায় কেন ?
উ - ইন্টারমিডিন হরমোনের
ক্ষরণ কমে যাওয়ার জন্য ।
১১) মানুষের মুখে কয় শ্রেণির
দাঁত থাকে ?
উ - ৪ শ্রেণির।
১২) টিটানি রোগের কারন কি ?
উ - দেহে প্যারাথরমোন হরমোনের
অভাব ঘটলে এই রোগ হয় ।
১৩) বয়স্কা স্ত্রীলোকের মুখে
ও বুকে রোম গজায় কেন ?
উ - গ্লুকোকটিকয়েড হরমোন
মাত্রাতিরিক্ত ক্ষরিত হওয়ার জন্য ।
১৪) স্ত্রীলোকের দেহে
অন্যান্য পুরুষালী প্রকাশ ঘটে কেন ?
উ - এন্ড্রোজেন হরমোন অধিক
পরিমাণে ক্ষরিত হওয়ার জন্য।
১৫) মানব দেহের অস্থি নরম ও
ভঙ্গুর হওয়ার কারণ কি ?
উ - প্যারাথরমোন হরমোন অধিক
ক্ষরণ হওয়ার জন্য।
১৬) মধুমেহ বা ডায়াবেটিস
রোগের কারণ কি ?
উ - ইনসুলিন কম ক্ষরণ হওয়ার
জন্য।
১৭) প্রাপ্তবয়স্ক লোকের
থাইরয়েড গ্রন্থির ওজন কত ?
উ - প্রায় ২৫ গ্রাম।
১৮) শিশু জড় বুদ্ধিসম্পন্ন
হয় কোন হরমোনের অভাবে ?
উ - থাইরক্সিন।
১৯) মানুষের গলগন্ড রোগের
কারণ কি ?
উ - থাইরক্সিন মাত্রাতিরিক্ত
ক্ষরণ হওয়ার জন্য।
২০) মানুষের দেহের রক্তচাপ
বাড়ে কেন ?
উ - অ্যাড্রিনলিন - এর সংবহন
তন্ত্রের উপর ক্রিয়ার ফলে।
২১) হাঁপানি রোগীর শ্বাসকষ্ট
লাঘব করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় ?
উ - অ্যাড্রিনলিন।
২২) চোখের কোন অংশ অন্ধকারে
প্রসারিত ও আলোয় সংকুচিত হয় ?
উ - তারারন্ধ্র।
২৩) আমাদের চোখের কোন কোষ
বিভিন্ন রঙের অনুভূতি গ্রহণ করতে পারে ?
উ - কোনকোষ।
২৪) কোনকোষ কি কারনে বিভিন্ন
রঙের অনুভূতি গ্রহণ করতে সক্ষম হয় ?
উ - কোনকোষে বেগুনি ও নীল
রঙের পিগমেন্ট সায়ানপসিনের উপস্থিতির
জন্য।
২৫) উদ্ভিদ ও প্রাণী পরস্পরের
ওপর নির্ভরশীল কি কারনে ?
উ - বায়ুমণ্ডলের অক্সিজেন ও
কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য বজায় রাখার জন্য।
২৬) জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি
কি ?
উ - চলন, গমন, বিপাক, বিবর্তন, উত্তেজিত
প্রোটোপ্লাজমীয় সংগঠন প্রভৃতি।
২৭) মানুষের শরীর সংস্থান, বিশেষ করে
এ্যানাটমি সম্বন্ধীয় সর্বপ্রথম তথ্য প্রকাশ করেন কে ?
উ - ভেস্যালিয়ান। তাকে
আধুনিক অ্যানাটমির জনক বলে।
২৮) ভেস্যালিয়ান কোন গ্রন্থে
মানবদেহের পেশি ও অস্থির সম্বন্ধে পুস্তিকা রচনা করেন ?
উ - ফ্যাব্রিকস অব হিউম্যান
বডি।
২৯) ফিজিওলজি বা শরীর বৃত্তি
নামক বিজ্ঞানের আবিষ্কর্তা কে ছিলেন ?
উ - উইলিয়াম হার্ভে।
৩০) শারীর বিজ্ঞানী হার্ভের
যুগান্তকারী আবিষ্কার কি ?
উ - মানবদেহের রক্ত সঞ্চালন
পদ্ধতি।
৩১) জীবের রক্তকণিকার
উপস্থিতির কথা শিরা ও ধমনীর সংযোগস্থলে রক্তে জালিকার কথা কে সর্বপ্রথম
বিশ্ববাসীকে জানান ?
উ - অ্যান্টন ভেন নিউয়েনহিক।
৩২) রক্ত থেকে জীবাণুকে পৃথক
করা ও জীবাণুর বংশ বৃদ্ধির উপায় সম্বন্ধে তথ্য কে প্রকাশ করেন ?
উ - রবার্ট কক।
৩৩) আমাদের পরিপাকতন্ত্রের
কথা প্রথম কে বিশ্ববাসীকে জানান ?
উ - রুশ বিজ্ঞানী আরভান
প্যাভলভ।
৩৪) ভিটামিন কি ?
উ - এক প্রকার জৈব অনুঘটক।
৩৫) মানুষের দেহের সংবহনের
মাধ্যম কি ?
উ - রক্ত।
৩৬) মানুষের রক্ত কতগুলো
গ্রুপে বিভক্ত ? এর
আবিষ্কর্তা কে ?
উ - A , B, AB এবং O । আবিষ্কর্তা
ল্যান্ডস্টেইনার।
৩৭) 'O' বিভাগের
রক্ত সম্পন্ন ব্যক্তি কেন সব বিভাগের রক্ত সম্পন্নকারী ব্যক্তিকে রক্ত দান করতে
পারে ?
উ - 'O' বিভাগের রক্তে কোনো অ্যগ্লুটিজেন
থাকে না বলে।
৩৮) 'A' বিভাগের
রক্ত সম্পন্ন ব্যক্তি কোন বিভাগের রক্ত সম্পন্ন ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে ?
উ - গ্রহণ করতে পারে 'A' , 'O' বিভাগের এবং
দান করতে পারে 'A' ,
'AB' বিভাগের রক্তের অধিকারী কে।
৩৯) রক্তচাপ কত প্রকার ও কি
কি ?
উ - দুই প্রকার , ডায়াস্টোলিক
এবং সিস্টোলিক।
৪০) হৃদপিণ্ড কি ?
উ - রক্ত সংবহনতন্ত্রের
অন্তর্গত একপ্রকার পাম্পের মত যন্ত্র। দেহের সর্বত্র রক্ত সংবহন এর মুখ্য কাজ।
৪১) মানবদেহে কোথায়
হৃদপিন্ডের অবস্থান ?
উ - বুকের ভেতরে ফুসফুস দুটোর
মাঝখানে সামান্য বাঁদিকে অবস্থান করে।
৪২) মেরুদন্ডী ও অমেরুদন্ডী
প্রাণীর মধ্যে কাদের হৃদপিণ্ড উন্নত ?
উ - মেরুদন্ডী।
৪৩) মানবদেহের হৃদপিন্ডের
দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উ - দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার
এবং প্রস্থ ৬ সেন্টিমিটার।
৪৪) কোন পর্দা দ্বারা
হৃদপিণ্ড আবৃত থাকে ?
উ - পেরিকার্ডিয়াম পর্দা।
৪৫) হৃদপিন্ডের কোন কপাটিকা
গুলি কেবলমাত্র নিচের দিকে খোলে ?
উ - বাইকাসপিড।
৪৬) রক্ত যে নালিকার মাধ্যমে
দেহের বিভিন্ন অংশে আসে তাকে কি বলে ?
উ - রক্তবাহ।
৪৭) ধমনীর কাজ কি ?
উ - হৃদপিণ্ড থেকে দেহের
বিভিন্ন অংশে রক্ত বহন করে নিয়ে যাওয়া।
৪৮) দেহের কোন অংশ কেটে গেলে
ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে ?
উ - ধমনী।
৪৯) কোন ধমনী ব্যতীত অন্য ধমনীতে
অক্সিজেনের পরিমাণ বেশি,
কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কম ?
উ - ফুসফুসীয় ধমনী ব্যতীত।
৫০) শিরা বা ভেন কাকে বলে ?