Daily Bengali Current Affairs 19th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি আসাম এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সীমান্ত বিরোধ নিরসনে
একটি চুক্তি স্বাক্ষর করেছেন ?
(ক) আসাম
(খ) কেরালা
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
২। সম্প্রতি IndiGo দ্বারা একজন অ-স্বাধীন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর
হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(ক) ব্রিজেশ কুমার
(খ) হর্ষিত রাজা
(গ) এম দামোদরন
(ঘ) অতুল সিং ।
৩। সম্প্রতি চাংওয়ানে
ISSF শুটিং বিশ্বকাপে ঐশ্বরিয়া তোমর কোন পদক জিতেছেন ?
(ক) ব্রোঞ্জ
(খ) সোনা
(গ) রূপা
(ঘ) কোনটিই নয় ।
৪। কোন রাজ্যের প্রাক্তন স্পিকার নির্মল সিং কাহলন সম্প্রতি মারা
গেছেন ?
(ক) কেরল
(খ) হরিয়ানা
(গ) পাঞ্জাব
(ঘ) রাজস্থান ।
৫। সম্প্রতি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়েছে
?
(ক) 18 জুলাই
(খ) 19 জুলাই
(গ) 17 জুলাই
(ঘ) 17 জুলাই ।
৬। সেনাপ্রধান ‘মনোজ পান্ডে’ সম্প্রতি কোন দেশে তিন দিনের সফরে
গেছেন ?
(ক) নেপাল
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) আমেরিকা ।
৭। সম্প্রতি হিন্দালকো কোন দেশের ফিনার্জীর সাথে চুক্তি করেছে
?
(ক) রাশিয়া
(খ) বেইজিং
(গ) ইজরায়েল
(ঘ) জার্মানি ।
৮। ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য
পণ্যের রপ্তানি কত শতাংশ বেড়েছে?
(ক) 12%
(খ) 13%
(গ) 14%
(ঘ) 19% ।
৯। সম্প্রতি কোন দেশের ভাইস প্রেসিডেন্ট বাদারা-ই-জুফ ভারত সফর
করেছেন ?
(ক) মরক্কো
(খ) আলজেরিয়া
(গ) গাম্বিয়া
(ঘ) সুদান ।
১০। সম্প্রতি মারা গেছেন প্রতাপ পোথেন, কে ছিলেন তিনি ?
(ক) ডি গুকেশ
(খ) হর্ষিত রাজা
(গ) চলচ্চিত্র প্রযোজক
(ঘ) কিরণ রিজিজু ।
১১। সম্প্রতি সার্বিয়ায় প্যারাসিন ওপেন ‘A’ দাবা টুর্নামেন্ট
2022 কে জিতেছে ।
১২। সম্প্রতি
INS সিন্ধুধ্বজ 35 বছর জাতীয় সেবার পর বাতিল করা হয়েছে ।
১৩। সম্প্রতি
পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন লা গণেশান ।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জুলাই ২০২২ দেখুন ।