Daily Bengali Current Affairs 17th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের ব্যক্তিতে ই-এফআইআর
পরিষেবা চালু করেছেন ?
(ক) মহারাষ্ট্র
(খ) কেরালা
(গ) উত্তরাখণ্ড
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
২। সম্প্রতি কে REC এর পরিচালকের দায়িত্ব নিয়েছেন ?
(ক) সঞ্জয় কুমার
(খ) হর্ষিত রাজা
(গ) ভি কে সিং
(ঘ) অতুল সিং ।
৩। বিশিষ্ট সমাজকর্মী অবধ কৌশল, যিনি কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন,
সম্প্রতি মারা গেছেন ?
(ক) পদ্মভূষণ
(খ) পদ্মশ্রী
(গ) পদ্মবিভূষণ
(ঘ) কোনটিই নয় ।
৪। সম্প্রতি ভারতের কোন রাজ্যে মাঙ্কিপক্সের প্রথম কেস নিশ্চিত
করা হয়েছে ?
(ক) কর্ণাটক
(খ) মুম্বাই
(গ) কেরালা
(ঘ) রাজস্থান ।
৫। কোন রাজ্য সম্প্রতি নিজস্ব ইন্টারনেট পরিষেবার প্রথম রাজ্য হয়ে
উঠেছে ?
(ক) কেরালা
(খ) মুম্বাই
(গ) আসাম
(ঘ) পাঞ্জাব ।
৬। সম্প্রতি ADB এবং কোন দেশের সরকার এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ
বাড়াতে অংশীদারিত্ব করেছে ?
(ক) জাপান
(খ) ভারত
(গ) সিঙ্গাপুর
(ঘ) আমেরিকা ।
৭। সম্প্রতি SCO-এর প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী হবে
কোন শহর ?
(ক) ভুটান
(খ) বেইজিং
(গ) বারাণসী
(ঘ) কোনটিই নয় ।
৮। সম্প্রতি, অর্থ মন্ত্রকের দ্বারা ভারতীয় জাতীয় পতাকা বিক্রির
জন্য প্রযোজ্য GST হার কী ?
(ক) 02%
(খ) 03%
(গ) 00%
(ঘ) 01% ।
৯। সম্প্রতি দিয়া মির্জা এবং আফরোজ শাহকে কোন রাজ্য সরকার মাদার
তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে ?
(ক) ওড়িশা
(খ) উত্তরাখণ্ড
(গ) মহারাষ্ট্র
(ঘ) কেরালা ।
১০। সম্প্রতি ৪১তম ভিলা ডি বেনাস্ক আন্তর্জাতিক দাবা ওপেনে কে বিজয়ী
হয়েছেন ?
(ক) ডি গুকেশ
(খ) হর্ষিত রাজা
(গ) অরবিন্দ চিতাম্বরম
(ঘ) কিরণ রিজিজু ।
১১। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022 সম্প্রতি শুরু হয়েছে
ইউজিন - এ ।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই জুলাই ২০২২ দেখুন ।