Latest

Tuesday, July 12, 2022

Daily Bengali Current Affairs 12th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 12th July 2022




প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 12th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি ‘অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2022’ কে জিতেছেন ?

(ক) জর্জ রাসেল     

(খ) ম্যাক্স ভার্স্টাপেন     

(গ) চার্লস লেক্লার্ক     

(ঘ) লুইস হ্যামিল্টন

২। সম্প্রতি IAF দ্বারা AI সেন্টার ফর এক্সিলেন্স কোথায় চালু হয়েছে ?

(ক) মহারাষ্ট্র      

(খ) কর্ণাটক       

(গ) নতুন দিল্লি     

(ঘ) বিহার ।

৩। সম্প্রতি “বিশ্ব জনসংখ্যা দিবস” কবে পালিত হয়েছে ?

(ক) ৯ জুলাই    

(খ) ১১ জুলাই   

(গ) ১০ জুলাই   

(ঘ) ১২ জুলাই

৪। সম্প্রতি কোন রাজ্যের জানভি দাঙ্গেটি AATC-এর সর্বকনিষ্ঠ এনালগ মহাকাশচারী হয়েছেন ?

(ক) উত্তর প্রদেশ    

(খ) কর্ণাটক    

(গ) অন্ধ্র প্রদেশ   

(ঘ) পশ্চিমবঙ্গ

৫। কে সম্প্রতি “2022 উইম্বলডন মেনস ওপেন” শিরোপা জিতেছেন ?

(ক) অ্যান্ডি মারে   

(খ) নোভাক জোকোভিক    

(গ) রজার ফেদারার     

(ঘ) নিক কিরগিওস  

৬। অমিত শাহ সম্প্রতি উত্তর জোনাল কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কোথায় ?

(ক) রাজস্থান     

(খ) মুম্বাই     

(গ) জয়পুর     

(ঘ) কলকাতা  

৭। কে সম্প্রতি ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এম ডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

(ক) এস এস মুন্দ্রা     

(খ) রাহুল ত্রিপাঠি     

(গ) রাজেন্দ্র প্রসাদ    

(ঘ)  সন্দীপ গুপ্ত ।

৮। সম্প্রতি কোন কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ‘বি কে সিংগাল’ মারা গেছেন ?

(ক) HPCL    

() GMR     

(গ) BSNL    

(ঘ) BPCL

৯। সম্প্রতি T20 ইতিহাসে 500 ডট বল করা প্রথম বোলার কে ?

(ক) স্যামুয়েল বদ্রি    

(খ) যুজবেন্দ্র চাহাল    

(গ) ভুবনেশ্বর কুমার   

(ঘ) সাউথি  

১০। সম্প্রতি IFAD এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) Javier Olivan    

(খ) Gilbert Houngbo    

(গ) Alvaro Lario  

(ঘ) কেউ নয়  

১১। সম্প্রতি 2022 সালের জুন মাসে বেকারত্বের হার ৭.৮ শতাংশে বেড়েছে ।
১২। সম্প্রতি ISRO এর সাথে কফি বোর্ড জলবায়ু প্রতিরোধী জাত উন্নয়নে সহযোগিতা করবে ।
১৩। সম্প্রতি গোয়া শিপইয়ার্ডের নতুন প্রধান হিসেবে ব্রজেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে ।
১৪। সম্প্রতি, পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুর এবং বর্ধমান ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট পাওয়া গেছে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here