Latest

Friday, June 24, 2022

Daily Bengali Current Affairs 24th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৪শে জুন ২০২২

 Daily Bengali Current Affairs 24th June 2022

Daily Bengali Current Affairs 24th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 24th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৪শে জুন ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি কোথায় জ্যোতির্গমায়া উৎসব শুরু করেছেন ?

(ক) বারাণসী     

(খ) গোরখপুর     

(গ) নতুন দিল্লি     

(ঘ) মাদ্রাজ  

২। সম্প্রতি বিশ্বব্যাংক কোন রাজ্যে বৃষ্টিনির্ভর চাষের প্রচারের জন্য 1000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে ?

(ক) অন্ধ্র প্রদেশ       

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) উত্তরাখণ্ড      

(ঘ) মহারাষ্ট্র ।

৩। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয়েছে ?

(ক) 24 জুন    

(খ) 23 জুন    

(গ)  21 জুন   

(ঘ) 22 জুন  

৪। সম্প্রতি 27টি পদক জিতে এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2022-এ কোন দেশ শীর্ষে রয়েছে ?

(ক) কানাডা    

(খ) নিউজিল্যান্ড    

(গ) জাপান   

(ঘ) আন্দামান

৫। সম্প্রতি প্রকাশিত “গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স 2022”- এর শীর্ষে কে ?

(ক) চীন    

(খ) ভিয়েনা    

(গ) ফ্রান্স     

(ঘ) জাপান  

৬। সম্প্রতি কোন দেশে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় দূতাবাস উদ্বোধন করেছেন ?

(ক) কম্বোডিয়া    

(খ) অস্ট্রেলিয়া     

(গ) ইথিওপিয়া     

(ঘ) মঙ্গোলিয়া  

৭। সম্প্রতি ভারতের প্রথম বিমানবন্দর কোনটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি চালিত হয়েছে ?

(ক) মুম্বাই বিমানবন্দর    

(খ) কলকাতা বিমানবন্দর   

(গ) দিল্লি বিমানবন্দর    

(ঘ)  কোনটিই নয়

৮। সম্প্রতি লুমিনাস পাওয়ার টেকনোলজি দ্বারা এর MD এবং CEO কে নিযুক্ত করা হয়েছে ?

(ক) গুরজিত কৌর    

() সবিতা পুনিয়া     

(গ) প্রীতি বাজাজ   

(ঘ) রানি রামপাল  

৯। সম্প্রতি কে NSIC এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ গ্রহণ করেছেন ?

(ক) রুচিরা কাম্বোজ    

(খ) লিওনেল মেসি    

(গ) পি উদয়কুমার    

(ঘ) নিয়াজ মুরশাদ   

১০। সম্প্রতি কোন দেশের ‘Khuvsgul Lake’ ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয়েছে ?

(ক) আয়ারল্যান্ড    

(খ) নিউজিল্যান্ড    

(গ) রাশিয়া   

(ঘ) কলম্বিয়া  


১১। সম্প্রতি জার্মানি দেশে G-7 শীর্ষ সম্মেলন 2022 অনুষ্ঠিত হবে ।
১২। সম্প্রতি দক্ষিণ কোরিয়া দেশ সফলভাবে নূরী রকেট উৎক্ষেপণ করেছে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here