Latest

Saturday, June 25, 2022

Daily Bengali Current Affairs 25th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে জুন ২০২২

 Daily Bengali Current Affairs 25th June 2022

Daily Bengali Current Affairs 25th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 25th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে জুন ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোথায় “মিলেট জাতীয় সম্মেলন” উদ্বোধন করা হয়েছে ?

(ক) বারাণসী     

(খ) গোরখপুর     

(গ) নতুন দিল্লি     

(ঘ) মাদ্রাজ  

২। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 17 তম “শালা প্রবেশোৎসব” শুরু করেছেন ?

(ক) উত্তরাখণ্ড       

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) গুজরাট      

(ঘ) মহারাষ্ট্র ।

৩। সম্প্রতি কখন পাসপোর্ট সেবা দিবস পালিত হয় ?

(ক) 23 জুন    

(খ) 24 জুন    

(গ)  25 জুন   

(ঘ) 26 জুন  

৪। সম্প্রতি ‘আমজাদ সাইদ’ কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ?

(ক) অন্ধ্র প্রদেশ    

(খ) হরিয়ানা    

(গ) হিমাচল প্রদেশ   

(ঘ) মধ্য প্রদেশ

৫। সম্প্রতি প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং 2022-এ কোন দেশ শীর্ষে রয়েছে ?

(ক) ভারত    

(খ) ব্রাজিল    

(গ) ফ্রান্স     

(ঘ) জাপান  

৬। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোথায় আম উৎসবের উদ্বোধন করেছেন ?

(ক) কম্বোডিয়া    

(খ) অস্ট্রেলিয়া     

(গ) বেলজিয়াম     

(ঘ) মঙ্গোলিয়া  

৭। সম্প্রতি কে AIFF-এর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হয়েছেন ?

(ক) রানী রামপাল    

(খ) গুরজিত কৌর   

(গ) রঞ্জিত বাজাজ    

(ঘ)  কোনটিই নয়

৮। সম্প্রতি কে অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম ভারতীয় পর্বতারোহী হয়েছেন ?

(ক) অরুণিমা সিনহা    

() সবিতা পুনিয়া     

(গ) স্কালজাং রিগজিন   

(ঘ) রানি রামপাল  

৯। সম্প্রতি কে NIA-এর নতুন মহাপরিচালক হয়েছেন ?

(ক) রুচিরা কাম্বোজ    

(খ) পি উদয়কুমার    

(গ) দিনকর গুপ্তা    

(ঘ) নিয়াজ মুরশাদ   

১০। সম্প্রতি কে ইনডোর সোলার কুকটপ “সূর্য নূতন” উন্মোচন করেছেন ?

(ক) BPCL    

(খ) BPL    

(গ) IOC   

(ঘ) HPCL  


১১। কর্ণাটক ব্যাঙ্ক ব্যাঙ্ক সম্প্রতি অ্যাকাউন্ট খোলার জন্য V-CIP চালু করেছে ।
১২। 2023 সালে G-20 শীর্ষ সম্মেলন হোস্ট করবে জম্মু ও কাশ্মীর ।
১৩। সম্প্রতি তিব্বতে 8ম “ওয়ার্ল্ড পার্লামেন্টারিয়ানস কনফারেন্স 2022” কোথায় অনুষ্ঠিত হয়েছে ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here