Latest

Thursday, June 23, 2022

Daily Bengali Current Affairs 23rd June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৩শে জুন ২০২২

 Daily Bengali Current Affairs 23rd June 2022

Daily Bengali Current Affairs 23rd June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 23rd June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৩শে জুন ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। “FICA”- এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছেন ?

(ক) নিধি ছিব্বর     

(খ) নিয়াজ মুরশাদ     

(গ) লিসা স্থালেকার     

(ঘ) বেদ কৃষ্ণমূর্তি  

২। কোন রাজ্য সম্প্রতি BYJU-এর সাথে সরকারি স্কুলের শিশুদের জন্য MoU স্বাক্ষর করেছে ?

(ক) আসাম       

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) অন্ধ্র প্রদেশ      

(ঘ) মহারাষ্ট্র ।

৩। সম্প্রতি, সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা 2021 সালে কত লক্ষ কোটি টাকা বেড়েছে ?

(ক) 20    

(খ) 30    

(গ)  25   

(ঘ) 40  

৪। সম্প্রতি কোন দেশ অভিবাসী গৃহকর্মীদের জন্য ন্যূনতম বয়স সংশোধন করেছে ?

(ক) ভারত   

(খ) নিউজিল্যান্ড    

(গ) শ্রীলংকা   

(ঘ) আন্দামান

৫। কোন দেশের লেখক রুথ ওজেকি 2022 সালের ‘উমেনস প্রাইজ ফর ফিকশন’ জিতেছেন ?

(ক) চীন    

(খ) কানাডা    

(গ) ফ্রান্স     

(ঘ) স্পেন  

৬। সম্প্রতি কোন দেশের মহিলা কুস্তি দল অনূর্ধ্ব-17 এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে ?

(ক) স্পেন    

(খ) অস্ট্রেলিয়া     

(গ) ভারত     

(ঘ) নিউজিল্যান্ড  

৭। সম্প্রতি FIH মহিলা হকি বিশ্বকাপের জন্য হকি ইন্ডিয়া কাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ?

(ক) রানী রামপাল    

(খ) নভজ্যোত কৌর   

(গ) সবিতা পুনিয়া    

(ঘ)  গুরজিত কৌর

৮। সম্প্রতি কোন দেশের 'খুবসগুল হ্রদ' ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয়েছে ?

(ক) কলম্বিয়া    

() ইংল্যান্ড     

(গ) মঙ্গোলিয়া   

(ঘ) ভারত  

৯। সম্প্রতি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

(ক) দিব্যেন্দু বড়ুয়া    

(খ) নিয়াজ মুরশাদ    

(গ) রুচিরা কাম্বোজ    

(ঘ) আলী দেই   

১০। সম্প্রতি ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার জন্য প্রথম পর্যটক ট্রেন কোথা থেকে ছেড়েছে ?

(ক) গোরখপুর    

(খ) বারাণসী    

(গ) নতুন দিল্লি   

(ঘ) মাদ্রাজ  


১১। সম্প্রতি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড কার্যকর করার জন্য আসাম রাজ্য 36তম রাজ্যে পরিণত হয়েছে ।

১২। সম্প্রতি ব্যাঙ্গালোরে PM মোদি “BR Ambedkar School of Economics” উদ্বোধন করেছেন ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here