Daily Bengali Current Affairs 19th May 2022
![]() |
Daily Bengali Current Affairs |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সর্বোচ্চ “ব্রিটিশ অনারারি অ্যাওয়ার্ড” কে পেয়েছেন ?
(ক) Amber Bracken
(খ) Amar Mitra
(গ) Ajal Piramal
(ঘ) কেউ নয় ।
২। “সুপোষিত মা অভিযান”- এর দ্বিতীয় পর্ব কোথায় শুরু হয়েছে ?
(ক) জয়পুর
(খ) হায়দ্রাবাদ
(গ) কোটা
(ঘ) জয়সলমীর ।
৩। “আন্তর্জাতিক জাদুঘর দিবস” কবে পালিত হয় ?
(ক) ১৬ই মে
(খ) ১৮ই মে
(গ) ১৭ই মে
(ঘ) ১৫ই মে ।
৪। কোন দেশ XV ওয়ার্ল্ড ফরেস্ট্রি কংগ্রেস হোস্ট করবে ?
(ক) চীন
(খ) থাইল্যান্ড
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) জাপান ।
৫। নবীন শ্রীবাস্তব কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হয়েছেন ?
(ক) থাইল্যান্ড
(খ) নেপাল
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ইউক্রেন ।
৬। কোন দেশ জার্মানিকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম যানবাহনের বাজার
হয়ে উঠেছে ?
(ক) থাইল্যান্ড
(খ) ইন্দোনেশিয়া
(গ) ভারত
(ঘ) রাশিয়া ।
৭।
সম্প্রতি গোপাল ভিট্টল কোন কোম্পানির MD এবং CEO নিযুক্ত
হয়েছেন ?
(ক) Zomato
(খ) Airtel
(গ) Paytm
(ঘ) PhonePe ।
৮। আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে কে নির্বাচিত হয়েছেন
?
(ক) রাম বাবু প্রসাদ
(খ) নরেশ কুমার
(গ) ডঃ কামাল বাওয়া
(ঘ) রাহুল সিঙ্ঘানিয়া ।
৯। L&T-এর MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) নরেশ কুমার
(খ) সঞ্জীব বাজাজ
(গ) এস এন সুব্রহ্মণ্যন
(ঘ) রাকেশ যাদব ।
১০। কোন পর্বতারোহী 16তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন
?
(ক) আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা
(খ) অনস জাবেউর
(গ) কেন্টন কুল
(ঘ) কেউ
নয় ।
১২। 12 তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2022 জিতেছে ওড়িশা ।
১৩। 75তম কান চলচ্চিত্র উৎসব কোথায় শুরু হয়েছে ফ্রান্সে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here