Daily Bengali Current Affairs 20th May 2022
![]() |
Daily Bengali Current Affairs |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। ডুয়াল টার্ন লোকোমোটিভ “নবদূত” কে তৈরি করেছেন ?
(ক) উত্তর মধ্য রেলওয়ে
(খ) পূর্ব রেলওয়ে
(গ) পশ্চিম মধ্য রেলওয়ে
(ঘ) উত্তর পূর্ব রেলওয়ে ।
২। সম্প্রতি “Place Called Home” উপন্যাসটি কে লিখেছেন ?
(ক) জয়ন্ত ঘোষ
(খ) রাসকিন বন্ড
(গ) প্রীতি সেনয়
(ঘ) কেউ নয় ।
৩। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 110 বছর বয়সী ভারতীয় পরিবেশবিদ সালুমারাদা
থিম্মাক্কাকে সম্মানিত করেছেন ?
(ক) কর্ণাটক
(খ) তেলেঙ্গানা
(গ) কেরালা
(ঘ) আসাম ।
৪। 2021 সালে কোন দেশ শীর্ষ রেমিট্যান্স প্রাপক হয়েছে ?
(ক) চীন
(খ) থাইল্যান্ড
(গ) ভারত
(ঘ) জাপান ।
৫। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের অভিযোগ নিরসনের
জন্য ‘লোক মিলনি’ শুরু করেছেন ?
(ক) উত্তর প্রদেশ
(খ) পাঞ্জাব
(গ) হরিয়ানা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৬। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে কোন দেশ ?
(ক) থাইল্যান্ড
(খ) ইন্দোনেশিয়া
(গ) চীন
(ঘ) রাশিয়া ।
৭।
সম্প্রতি সমাপ্ত ডেফলিম্পিকে ভারত কয়টি পদক জিতেছে ?
(ক) ১২ টি
(খ) ১৬ টি
(গ) ১৮ টি
(ঘ) ১৫ টি ।
৮। সম্প্রতি “William E Colby Prize” কে জিতেছেন ?
(ক) অ্যাম্বার ব্র্যাকেন
(খ) নরেশ কুমার
(গ) ওয়েসলি মরগান
(ঘ) রাহুল সিঙ্ঘানিয়া ।
৯। ‘গ্রাম উন্নয়ন’ কর্তৃক অ-কর্মরত সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে
?
(ক) নরেশ কুমার
(খ) সঞ্জীব বাজাজ
(গ) সুনীল অরোরা
(ঘ) রাকেশ যাদব ।
১০। কোন রাজ্য সরকার নাঞ্জরায়ণ লেককে 17 তম পাখি অভয়ারণ্য হিসাবে
ঘোষণা করেছে ?
(ক) কর্ণাটক
(খ) উত্তরাখন্ড
(গ) তামিলনাড়ু
(ঘ) কেরালা
।
১২। সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদত্যাগ করেছেন ।
১৩। সম্প্রতি বিশ্বব্যাংক গুজরাট রাজ্যের শ্রেষ্ঠা-জি প্রকল্পের জন্য $350 মিলিয়ন অনুমোদন করেছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here