Latest

Wednesday, May 18, 2022

Daily Bengali Current Affairs 18th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই মে ২০২২

 Daily Bengali Current Affairs 18th May 2022

Daily Bengali Current Affairs 18th May 2022
Daily Bengali Current Affairs
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 18th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই মে ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। টেনিস টুর্নামেন্ট 'ইটালিয়ান ওপেন 2022'-এ কে মহিলা একক শিরোপা জিতেছেন ?

(ক) Ons Jabeur   

(খ) Anastasia Pavlyuchenkova  

(গ) Iga Swiatek   

(ঘ) কেউ নয়

২। জার্মানিতে ‘ISSF Junior World Cup’ - এ সিফট কৌর সামরা কোন পদক জিতেছেন ?

(ক) ব্রোঞ্জ   

(খ) সিলভার   

(গ) সোনা   

(ঘ) কোনটিই নয়   ।

৩। ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস’ কবে পালিত হয় ?

(ক) ১৬ই মে    

(খ) ১৭ই মে    

(গ) ১৪ই মে   

(ঘ) ১৫ই মে  

৪। কে BWF উবার কাপ শিরোপা জিতেছে ?

(ক) চীন   

(খ) থাইল্যান্ড   

(গ) দক্ষিণ কোরিয়া    

(ঘ) জাপান

৫। হাসান শেখ মোহাম্মদ কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?

(ক) থাইল্যান্ড   

(খ) সোমালিয়া    

(গ) ইন্দোনেশিয়া   

(ঘ) ইউক্রেন

৬। এলিজাবেথ বোর্ন কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন ?

(ক) থাইল্যান্ড     

(খ) ইন্দোনেশিয়া     

(গ) ফ্রান্স     

(ঘ) রাশিয়া  

৭। কোরিয়ান ব্যাঙ্ক “KEB হানা ব্যাঙ্ক” কে 59 লক্ষ টাকা জরিমানা করেছে কে ?

(ক) NITI Aayog  

(খ) Reserve Bank of India  

(গ) Ministry of Finance  

(ঘ)  DRDO

৮। সম্প্রতি RBI, সীতাকন্ঠ পট্টনায়েক এবং কাকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ করেছে ?

(ক) তরুণ কাপুর     

() নরেশ কুমার    

(গ) রাজীব রঞ্জন     

(ঘ) রাহুল সিঙ্ঘানিয়া

৯। ‘সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড’-এর নতুন পরিচালক কে হয়েছেন ?

(ক) রাজেশ উন্নি    

(খ) সঞ্জীব বাজাজ    

(গ) রাম বাবু প্রসাদ    

(ঘ) রাকেশ যাদব  

১০। কে রেস্টুরেন্ট রিজার্ভেশন প্ল্যাটফর্ম Dineout অর্জিত করেছে ?

(ক) Paytm  

(খ) Zomato   

(গ) Swiggy  

(ঘ) কোনটিই নয়  

 

১১। সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীরা প্রথমবারের মতো চাঁদের মাটিতে সফলভাবে গাছপালা জন্মাতে পেরেছেন ।
১২। ভারতীয় সেনাবাহিনীতে দুটি দেশীয় তৈরি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করেছেন রাজনাথ সিং ।
১৩। সম্প্রতি ফিনল্যান্ড ও সুইডেন দেশ ন্যাটোতে যোগ দিতে সম্মত হয়েছে ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here