Latest

Tuesday, May 17, 2022

Daily Bengali Current Affairs 17th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই মে ২০২২

 Daily Bengali Current Affairs 17th May 2022

Daily Bengali Current Affairs 17th May 2022
Daily Bengali Current Affairs

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 17th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই মে ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। কোন রাজ্যের রামগড় বিষধরী টাইগার রিজার্ভকে ভারতের ৫২তম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে ?

(ক) অন্ধ্র প্রদেশ   

(খ) বিহার   

(গ) রাজস্থান   

(ঘ) মহারাষ্ট্র

২। সম্প্রতি 'GST রেজিস্ট্রেশন'-এ শীর্ষে রয়েছে কোন রাজ্য ?

(ক) উত্তর প্রদেশ   

(খ) মহারাষ্ট্র   

(গ) উপরোক্ত উভয়   

(ঘ) কোনটিই নয়   

৩। ‘আন্তর্জাতিক আলো দিবস কবে পালিত হয় ?

(ক) ১৩ই মে    

(খ) ১৬ই মে    

(গ) ১৪ই মে   

(ঘ) ১৫ই মে  

৪। কোন রাজ্য 16 মে তার রাজ্য দিবস উদযাপন করেছে ?

(ক) নাগাল্যান্ড   

(খ) বিহার   

(গ) সিকিম    

(ঘ) অন্ধ্র প্রদেশ

৫। কোন দেশ ভারত থেকে 500000 টন গম আমদানি করবে ?

(ক) থাইল্যান্ড   

(খ) মিশর    

(গ) ইন্দোনেশিয়া   

(ঘ) ইউক্রেন

৬। কোন রাজ্য সরকার ই-লার্নিং প্রকল্প চালু করেছে ?

(ক) ওড়িশা     

(খ) জম্মু ও কাশ্মীর     

(গ) হরিয়ানা     

(ঘ) আসাম  

৭। কোন সংস্থা ‘ন্যাশনাল ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম’ চালু করেছে ?

(ক) ISRO   

(খ) NITI Aayog    

(গ) HPCL    

(ঘ)  DRDO

৮। কোন দেশের নার্স আনা কাবালে দুবা বিশ্বের সেরা নার্স হয়েছেন ?

(ক) থাইল্যান্ড     

() ইন্দোনেশিয়া    

(গ) কেনিয়া     

(ঘ) ভারত

৯। কোন দেশের সাথে প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি ছয়টি চুক্তি স্বাক্ষর করেছেন ?

(ক) বাংলাদেশ    

(খ) মায়ানমার    

(গ) নেপাল    

(ঘ) আমেরিকা  

১০। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সদস্য হিসাবে কার নাম দেওয়া হয়েছে ?

(ক) সঞ্জীব বাজাজ  

(খ) নিধি ছিব্বর   

(গ) ডাঃ স্বাতী ধিংড়া  

(ঘ) কেউ নয়  


১১। “গ্রামীণ উপজাতি কারিগরি প্রশিক্ষণ প্রকল্” উদ্বোধন করা হয়েছে ভোপাল - এ ।
১২। লাদাখ রাজ্যে বিজ্ঞানীরা Madtsoiidae সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন ।
১৩। SCO RATS শীর্ষ সম্মেলন হোস্ট করবে নতুন দিল্লি ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here