Daily Bengali Current Affairs 14th May 2022
![]() |
Daily Bengali Current Affairs |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে
?
(ক) সিরিল রামাফোসা
(খ) রামনারেশ রাজাপাকসে
(গ) রনিল বিক্রমাসিংহে
(ঘ) এদের কেউ নয় ।
২। কেন্দ্রীয় সরকার ‘CBSE’-এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত
করেছে ?
(ক) বালকৃষ্ণ দোশী
(খ) পুষ্প কুমার জোশী
(গ) নিধি চিব্বর
(ঘ) আরউইন অ্যালেন ।
৩। সম্প্রতি “কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়” কার সাথে একটি চুক্তি
স্বাক্ষর করেছে ?
(ক) FAO
(খ) UNDP
(গ) ISRO
(ঘ) WHO ।
৪। কাকে টেম্পলটন পুরস্কার 2022 দেওয়া হয়েছে ?
(ক) প্রকাশ সিং
(খ) অবিনাশ সাবলে
(গ) ফ্রাঙ্ক উইলকজেক
(ঘ) রাকেশ কুমার ।
৫। বন উজাড়ের বিরুদ্ধে “UNCCD-COP-15” শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়েছিল ?
(ক) ইস্তাম্বুল
(খ) আবিদজান
(গ) ভিয়েনা
(ঘ) প্যারিস ।
৬। সম্প্রতি “ত্রিশুর পুরম উৎসব 2022” কোথায় পালিত হয়েছে ?
(ক) হরিয়ানা
(খ) জম্মু ও কাশ্মীর
(গ) কেরালা
(ঘ) আসাম ।
৭।
সম্প্রতি কে CII এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ?
(ক) সত্য ইশ্বরন
(খ) সঞ্জীব বাজাজ
(গ) সুমন বেরি
(ঘ) এদের কেউ নয় ।
৮। কোন ব্যাংক ক্রস-বর্ডার ট্রেড ফাইন্যান্স সার্ভিস চালু করেছে
?
(ক) HDFC Bank
(খ) ICICI Bank
(গ) Union Bank of India
(ঘ) IDBI Bank ।
৯। ২য় গ্লোবাল কোভিড ভার্চুয়াল সামিট 2022-এর সভাপতিত্ব করেন
কে ?
(ক) বরিস জনসন
(খ) রাজনাথ সিং
(গ) জো বিডেন
(ঘ) নরেন্দ্র মোদী ।
১০। সম্প্রতি ফোর্বসের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকায়
কে শীর্ষে আছেন ?
(ক) লেবোর্ন জেমস
(খ) ক্রিস্টিয়ানো রোনালদো
(গ) লিওনেল মেসি
(ঘ) কেউ নয় ।
১১। মার্কোস জুনিয়র ফিলিপাইন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ।
১২। এয়ার ইন্ডিয়ার MD এবং CEO হিসাবে ক্যাম্পবেল উইলসন এর নাম মনোনীত করা হয়েছে ।
১৩। সম্প্রতি ভিয়েতনাম দেশে বিশ্বের সবচেয়ে বড় কাচের নিচের সেতু “বাচ লং পেডেস্ট্রিয়ান ব্রিজ” চালু করা হয়েছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here