Daily Bengali Current Affairs 15th May 2022
![]() |
Daily Bengali Current Affairs |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ইতালিয়ান কাপ 2022 এর শিরোপা কে জিতেছে ?
(ক) Juventus
(খ) Empoli
(গ) Inter Milan
(ঘ) এদের কেউ নয় ।
২। REC Limited - এর CMD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) বালকৃষ্ণ দোশী
(খ) পুষ্প কুমার জোশী
(গ) রবিদার সিং ধিলন
(ঘ) সত্য ইশ্বরন ।
৩। কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য ভারতের কোথায় স্কিল ইন্ডিয়া
ইন্টারন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠিত হবে ?
(ক) পান্তনগর
(খ) বারাণসী
(গ) অযোধ্যা
(ঘ) পাটনা ।
৪। সম্প্রতি 'মরগান স্ট্যানলি' 2023 সালের আর্থিক বছরে ভারতের প্রবৃদ্ধির
হার অনুমান করেছেন ?
(ক) ৭.৯ শতাংশ
(খ) ৮.৫ শতাংশ
(গ) ৭.৬ শতাংশ
(ঘ) ৭.৫ শতাংশ ।
৫। বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ফুটব্রিজ কোথায় খোলা হয়েছে ?
(ক) মালয়েশিয়া
(খ) চেক প্রজাতন্ত্র
(গ) জাপান
(ঘ) সিঙ্গাপুর ।
৬। কোন রাজ্যে “উৎকর্ষ সমারোহ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ?
(ক) হরিয়ানা
(খ) জম্মু ও কাশ্মীর
(গ) গুজরাট
(ঘ) আসাম ।
৭।
ভারতের বৃহত্তম PEM ভিত্তিক সবুজ হাইড্রোজেন প্রকল্প কোথায়
স্থাপন করা হবে ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) মধ্য প্রদেশ
(গ) কেরালা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। কোন প্রতিষ্ঠান “YUVA ট্যুরিজম ক্লাব” স্থাপনের ঘোষণা দিয়েছে
?
(ক) DRDO
(খ) ISRO
(গ) CBSE
(ঘ) NTPC ।
৯। মহিলা হকি এশিয়া কাপ 2022 এর শিরোপা কে জিতেছে ?
(ক) ভারত
(খ) দক্ষিণ কোরিয়া
(গ) জাপান
(ঘ) অস্ট্রেলিয়া ।
১০। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান
মারা গেছেন ?
(ক) সৌদি আরব
(খ) ইরাক
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) ইরান
।
১২। হিন্দি ভাষার প্রসারে ভারত জাতিসংঘে 800000 মার্কিন ডলার অবদান রেখেছে ।
১৩। মালয়েশিয়া দেশ 2027 SEA গেমস আয়োজন করবে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here