Daily Bengali Current Affairs 13th May 2022
![]() |
Daily Bengali Current Affairs 13th May 2022 |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। এশিয়ার কোন দেশ প্রথম ন্যাটো সাইবার ডিফেন্স গ্রুপে যোগদান
করেছে ?
(ক) ভারত
(খ) জাপান
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) চীন ।
২। সম্প্রতি ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন ?
(ক) অবিনাশ সাবলে
(খ) পুষ্প কুমার জোশী
(গ) রাজীব কুমার
(ঘ) আরউইন অ্যালেন ।
৩। ‘আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস’ কবে পালিত হয় ?
(ক) ১১ই মে
(খ) ১২ই মে
(গ) ৯ই মে
(ঘ) ১০ই মে ।
৪। কোন রাজ্য সরকার “চারা বিজাই স্কিম” চালু করেছে ?
(ক) মধ্য প্রদেশ
(খ) পাঞ্জাব
(গ) হরিয়ানা
(ঘ) বিহার ।
৫। “লুই ভিটন”( Louis Vuitton)-এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে
হন ?
(ক) কঙ্গনা রানাউত
(খ) দীপিকা পাড়ুকোন
(গ) আলিয়া ভাট
(ঘ) কনিকা কাপুর ।
৬। কোন রাজ্যে সম্প্রতি অনেক অংশে “টমেটো ফ্লু”-এর ঘটনা ঘটেছে ?
(ক) হরিয়ানা
(খ) জম্মু ও কাশ্মীর
(গ) কেরালা
(ঘ) আসাম ।
৭।
কোন ভারতীয় স্থপতিকে মর্যাদাপূর্ণ রয়্যাল গোল্ড মেডেল
2022 দেওয়া হয়েছে ?
(ক) সত্য ইশ্বরন
(খ) বালকৃষ্ণ দোশী
(গ) সুমন বেরি
(ঘ) এদের কেউ নয় ।
৮। স্পাইসজেট সম্প্রতি কোন ব্যাঙ্কের সাথে একটি কো-ব্র্যান্ডেড
ক্রেডিট কার্ড চালু করেছে ?
(ক) HDFC Bank
(খ) ICICI Bank
(গ) Axis Bank
(ঘ) IDBI Bank ।
৯। সম্প্রতি বিশেষ বাংলা একাডেমি পুরস্কার কে পেয়েছেন ?
(ক) অবিনাশ সাবলে
(খ) রাজনাথ সিং
(গ) মমতা ব্যানার্জি
(ঘ) নরেন্দ্র মোদী ।
১০। কোনটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে
?
(ক) Microsoft
(খ) Apple
(গ) Saudi Aramco
(ঘ) Windows
।
১১। “Modi @20: Dreams Meeting Delivery” নামে বইটি প্রকাশ করেছেন এম ভেঙ্কাইয়া নাইডু ।
১২। 12 তম AIBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে তুরস্কতে । ১৩। সম্প্রতি RailTel কর্পোরেশনের CMD হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন অরুণা সিং ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here