Latest

Thursday, May 12, 2022

Daily Bengali Current Affairs 12th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই মে ২০২২

 Daily Bengali Current Affairs 12th May 2022

Daily Bengali Current Affairs 12th May 2022
Daily Bengali Current Affairs 12th May 2022

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 12th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই মে ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

(ক) অস্ট্রেলিয়া

(খ) জাপান

(গ) ভারত

(ঘ) চীন

২। “The Struggle for Police Reforms in India” নামক বইটি কে লিখেছেন ?

(ক) অবিনাশ সাবলে

(খ) সঙ্গীতা সিং

(গ) প্রকাশ সিং

(ঘ) আরউইন অ্যালেন   

৩। ‘জাতীয় প্রযুক্তি দিবস’ কবে পালিত হয় ?

(ক) ৮ই মে 

(খ) ১১ই মে

(গ) ৯ই মে

(ঘ) ১০ই মে  

৪। প্রথম খাদি সেন্টার অফ এক্সিলেন্স কোথায় উদ্বোধন করা হয়েছে ?

(ক) পুনে

(খ) আমেদাবাদ

(গ) নতুন দিল্লি    

(ঘ) কলকাতা

৫। স্থানীয় সাহিত্যকে সমর্থন ও উৎসাহিত করার জন্য কালাম ওয়েবসাইট কে চালু করেছেন ?

(ক) রাজনাথ সিং   

(খ) ওম বিড়লা    

(গ) নরেন্দ্র মোদি   

(ঘ) পান সিং

৬। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “লাডলি লক্ষ্মী যোজনা 2.0” চালু করেছেন ?

(ক) হরিয়ানা     

(খ) জম্মু ও কাশ্মীর     

(গ) মধ্য প্রদেশ     

(ঘ) আসাম  

৭। সম্প্রতি কোথায় একটি ক্রসিংয়ের নামকরণ করা হবে লতা মঙ্গেশকরের নামে ?

(ক) বারাণসী    

(খ) অযোধ্যা    

(গ) গোরখপুর    

(ঘ)  পুনে

৮। মেরিটাইম অ্যান্টি করাপশন নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) পুষ্প কুমার জোশী     

() বিবেক রাশিয়া    

(গ) রাজেশ উন্নি     

(ঘ) বরিয়া মজুমদার

৯। ইউরি আভারবাখ সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?

(ক) লেখক    

(খ) গায়ক    

(গ) দাবা গ্র্যান্ডমাস্টার    

(ঘ) কবি  

১০। কোন ব্যাংক “এক্সপ্রেস কার লোন” চালু করেছে ?

(ক) ICICI Bank  

(খ) IDBI Bank  

(গ) HDFC Bank  

(ঘ) Axis Bank


১১। ইউ সুক ইওল সম্প্রতি দক্ষিণ কোরিয়া দেশের ১৩তম রাষ্ট্রপতি হয়েছেন ।
১২। ভারত ওমান জয়েন্ট কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে ।
১৩। সম্প্রতি টাটা টেকনোলজি পলিটেকনিকের পরিবর্তে আসাম রাজ্য সরকারের সাথে চুক্তি করেছে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here