Daily Bengali Current Affairs 11th May 2022
![]() |
Daily Bengali Current Affairs 11th May 2022 |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ?
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) শ্রীলংকা
(ঘ) চীন ।
২। কে 8000 মিটারের উপরে পাঁচটি শৃঙ্গে আরোহণকারী প্রথম মহিলা হয়েছেন
?
(ক) বিশাখা মুল্যে
(খ) সঙ্গীতা সিং
(গ) প্রিয়াঙ্কা মোহিতে
(ঘ) কেউ নয় ।
৩। ‘বিশ্ব লুপাস দিবস’ কবে পালিত হয় ?
(ক) ৮ই মে
(খ) ১০ই মে
(গ) ৯ই মে
(ঘ) ৭ই মে ।
৪। খেলো ইন্ডিয়া যুব গেমস 2021-22 কোথায় আয়োজিত হবে ?
(ক) পুনে
(খ) আমেদাবাদ
(গ) পঞ্চকুলা
(ঘ) নতুন দিল্লি ।
৫। 5000 মিটার দৌড়ে 30 বছরের পুরনো রেকর্ড কে ভাঙলেন ?
(ক) কামি শেরপা
(খ) অবিনাশ সাবলে
(গ) আরউইন অ্যালেন
(ঘ) পান সিং ।
৬। রাখিগড়ী, যা সম্প্রতি খবরে ছিল, হরপ্পান সাইট কোন রাজ্যে অবস্থিত
?
(ক) হিমাচল প্রদেশ
(খ) জম্মু ও কাশ্মীর
(গ) হরিয়ানা
(ঘ) আসাম ।
৭।
কোন রাজ্য 10 গিগাওয়াট সৌর ক্ষমতা অতিক্রমকারী প্রথম রাজ্য
হয়ে উঠেছে ?
(ক) পাঞ্জাব
(খ) রাজস্থান
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ঝাড়খণ্ড ।
৮। ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘MBE’ কে পেয়েছেন ?
(ক) পুষ্প কুমার জোশী
(খ) বিবেক রাশিয়া
(গ) গুরুস্বামী কৃষ্ণমূর্তি
(ঘ) বরিয়া মজুমদার ।
৯। সম্প্রতি পি. শিব কুমার শর্মা মারা গেছেন, তিনি কে ?
(ক) লেখক
(খ) গায়ক
(গ) সন্তুর বাদক
(ঘ) কবি ।
১০। কে মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2022 শিরোপা জিতেছে ?
(ক) Lewis Hamilton
(খ) Rafael Nadal
(গ) Max Verstappen
(ঘ) Charles
Leclerc ।
১২। কোন রাজ্য সরকার সরকারি স্কুলে মিড-ডে মিলের সাথে প্রাতঃরাশ দেওয়ার ঘোষণা করেছে ।
১৩। মণিপুর রাজ্যের পৌমাই নাগা অঞ্চলকে ‘মাদকমুক্ত অঞ্চল’ ঘোষণা করা হয়েছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here