Daily Bengali Current Affairs 10th May 2022
![]() |
Daily Bengali Current Affairs 10th May 2022 |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুজ্জীবন প্রকল্প
চালু করেছে ?
(ক) যুক্তরাজ্য
(খ) জাপান
(গ) ভারত
(ঘ) চীন ।
২। সম্প্রতি কোন দেশে মাঙ্কিপক্সের দ্বিতীয় কেস নিশ্চিত হয়েছে
?
(ক) চীন
(খ) আমেরিকা
(গ) ব্রিটেন
(ঘ) অস্ট্রেলিয়া ।
৩। ‘গোপাল কৃষ্ণ গোখলের জন্মবার্ষিকী’ কবে পালিত হয় ?
(ক) ৮ই মে
(খ) ৯ই মে
(গ) ৬ই মে
(ঘ) ৭ই মে ।
৪। ২৬তম বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড কে ভেঙেছেন ?
(ক) আরউইন অ্যালেন
(খ) কোমল সঞ্জীব
(গ) কামি শেরপা
(ঘ) কেউ নয় ।
৫। IIM নাগপুরের স্থায়ী ক্যাম্পাস কে উদ্বোধন করেন ?
(ক) অমিত শাহ
(খ) রাম নাথ কোবিন্দ
(গ) পীযূষ গয়াল
(ঘ) নরেন্দ্র মোদি ।
৬। আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশন জুনিয়র বিশ্বকাপ কোথায়
শুরু হয়েছে ?
(ক) চীন
(খ) অস্ট্রেলিয়া
(গ) জার্মানি
(ঘ) ইংল্যান্ড ।
৭।
কোন রাজ্য সরকার রোগ প্রতিরোধে শৈলী অ্যাপ চালু করেছে ?
(ক) হরিয়ানা
(খ) কেরালা
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ঝাড়খণ্ড ।
৮। HPCL - এর সিএমডি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন ?
(ক) পীযূষ গয়াল
(খ) বিবেক রাশিয়া
(গ) পুষ্প কুমার জোশী
(ঘ) বরিয়া মজুমদার ।
৯। সম্প্রতি রজত কুমার কর মারা গেলেন, তিনি কে ?
(ক) লেখক
(খ) গায়ক
(গ) সাহিত্যিক
(ঘ) কবি ।
১০। পুরুষদের একক মাদ্রিদ ওপেনের শিরোপা কে জিতেছেন ?
(ক) Alexander Zverev
(খ) Rafael Nadal
(গ) Carlos Alcaraz
(ঘ) Sahas Malhotra ।
১১। চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস 2022 স্থগিত করা হয়েছে 2023 পর্যন্ত ।১২। TVS মোটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুদর্শন বেণুকে
নিযুক্ত করা হয়েছে ।
১৩। উত্তর প্রদেশ রাজ্য সরকার সমস্ত গ্রামে বিনামূল্যে উচ্চ-গতির ইন্টারনেট
সংযোগ দেওয়ার ঘোষণা করেছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here