Histrory General Knowladge Part - 1
![]() |
Histrory General Knowladge Part - 1 |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Histrory General Knowladge Part - 1 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ১ ।। Free PDF Download ।
ইতিহাসের সাধারণ কিছু জিনিস যেমন ভারতের পরিচয় এবং কিছু শিলালিপি ও উল্লেখযোগ্য রচনা নিয়ে যে গুলি তোমাদের চাকরীর পরীক্ষায় খুব কাজে লাগবে। তাই বন্ধুরা চলো দেরি না করে দেখে নাও ......।
দেখে নাও আজকে ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য -
নৃতত্ববিদ পন্ডিতেরা দেহের গঠন ও ভাষার বিচারে ভারতবাসীকে 4 টি প্রধান ভাগে ভাগ করেছে।
যথা – আর্য, দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়।
প্রাগৈতিহাসিক অস্ত্রশস্ত্রের নিদর্শন পাওয়া যায় – দক্ষিণ ভারত ও সোয়ান উপত্যকায়।
নতুন প্রস্তর যুগে আবিষ্কার হয় – আগুন ও চাকা।
ভারতে বহু ভাষার মধ্যে প্রধান ভাষা হল -২২ টি
গ্রীকরাই সর্বপ্রথম ভারত ভূখণ্ডের নামকরণ করেন –‘হিন্দ’।
ইংরেজ ঐতিহাসিক স্মিথ ভারতকে নৃতত্বের জাদুঘর বলেছেন।
ভারতকে হিমালয়ের দান বলেছেন – K.M পানিক্কর।
অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন – জেমস প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে। অশোকের শিলালিপির প্রধান লিপি হল ব্রাম্ভী লিপি। এছাড়া উত্তর-পশ্চিম সীমান্তে তিনি খরোষ্ঠী লিপি(ডান দিক থেকে লেখা হয়) ব্যবহার করেছেন।
ব্রাম্ভী লিল্পির বৈশিষ্ট্য হল এই লিপি বাম দিক থেকে লেখা হয়।
বিভিন্ন শিলালিপি -
Head1 | Head2 |
---|---|
আইহোল লিপি | চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি |
কান্দাহার এডিক | অশোক |
হাতিগুম্ফা | কলিঙ্গরাজ খারবেল |
এলাহাবাদ স্তম্ভলিপি | সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন |
জুনাগড় লিপি | শক - ক্ষ্রত্রপ রুদ্রদামন |
নাসিক প্রশস্তি | গৌতমীপুত্র সাতকর্ণী |
বিন্ধ্যপর্বতের উত্তরের নাম আর্যাবর্ত এবং দক্ষিনের নাম দাক্ষিনাত্য
জাতক কথার অর্থ হল – বুদ্ধের জন্মের আগের কাহিনী।
আধিকাংশ ভারতীয় লিপির ওপর ব্রাম্ভীলিপির প্রভাব অধিক।
উল্লেখযোগ্য রচনা -
রচনা | রচয়িতা |
---|---|
বৃহৎ সংহিতা | বরাহ মিহির |
হর্ষচরিত | বাণভট্ট |
মহাবিভাসা | বসুমিত্র |
মীমাংসা সর্বস্ব | হলায়ূধ |
রাজতরঙ্গিনী | কলহন |
অর্থশাস্ত্র | কৌটিল্য |
কামসূত্র | বাৎস্যায়ন |
বিক্রমাঙ্ক দেবচরিত | বিলহন |
মহাভাস্য | পতঞ্জলি |
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে লিঙ্কে ক্লিক করো - Download PDF Here ।