Histrory General Knowladge Part - 2
![]() |
Histrory General Knowladge Part - 2 |
আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 2 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
১। বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উঃ মুর্শিদকুলি খান ।
২। ইংরেজরা দেওয়ানি লাভ করেন কবে ?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে ।
৩। নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন ?
উঃ ১৭৩৯ খ্রিস্টাব্দে ।
৪। বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?
উঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে ।
৫। ‘সব মুনিষে প্রজা মম’ - কার উক্তি ?
উঃ অশোক পাল ।
৬। পাল যুগের দুজন ভাস্করের নাম লেখ ?
উঃ ধীমান ও বিত পাল ।
৭। দানসাগর ও অদ্ভুতসাগর - এর রচয়িতা কে ?
উঃ বল্লাল সেন ।
৮। মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল ?
উঃ জুনা খাঁ ।
৯। ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?
উঃ আনন্দপাল ।
১০। দিল্লির সুলতানি আমল কবে শুরু হয় ?
উঃ ১২০৬ খ্রিস্টাব্দে ।
১১। তৈমুর লং এর ভারত আক্রমণের সময় ভারতে সম্রাট কে ছিলেন
?
উঃ তুঘলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দিন মামুদ ।
১২। পোদ্দন কে ছিলেন?
উঃ কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ও সর্বশ্রেষ্ঠ তেলেগু কবি
।
১৩। বাবরের আসল নাম কি ?
উঃ জহিরউদ্দিন মহম্মদ বাবর ।
১৪। আকবরের আসল নাম কি ছিল ?
উঃ জালালউদ্দিন আহম্মেদ আকবর ।
১৫। দ্বৈত শাসনের প্রবক্তা কে ?
উঃ লর্ড ক্লাইভ ।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।