Life Science Respiration System Part - 5
![]() |
Life Science Respiration System |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Respiration System Part - 5 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৫ ।
বন্ধুরা জীবন বিজ্ঞানের শ্বসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।
৬১) পুরুষ ব্যাঙের স্বরথলিকে কী বলে ?
উঃ- ভোকালস্যাক।
৬২) মেরুদণ্ডী প্রাণীর শ্বাস রঞ্জকের নাম কী
?
উঃ- হিমোগ্লোবিন।
৬৩) অমেরুদণ্ডী প্রাণীর শ্বাস রঞ্জকের নাম
কী ?
উঃ- হিমোসায়ানিন।
৬৪) কোন কণিকায় মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াস
থাকে না ?
উঃ-
পরিণত লোহিত কণিকায়।
৬৫) কোন জীব বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য
চালাতে পারে ?
উঃ- মনোসিস্টিস।
৬৬) আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা কত ?
উঃ- ১০ জোড়া।
প্রাণীর নাম | শ্বাসঅঙ্গের নাম |
---|---|
অ্যামিবা , স্পঞ্জ, হাইড্রা | সমগ্র দেহত্বক |
কেঁচো, জোঁক | সিক্ত ও রক্তজালক সমৃদ্ধ ত্বক |
আরশোলা, ফড়িং | শ্বাসছিদ্র বা স্পাইরাকল এবং শ্বাসনালি বা ট্রাকিয়া |
মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক | ফুলকা |
ব্যাঙাচি | বহিঃফুলকা |
ব্যাঙ | ফুসফুস, ত্বক, মুখবিবরের মিউকাস পর্দা |
মাকড়শা | পুস্তক ফুসফুস বা বুকলাভ |
শামুক | টিনিডিয়া ও পালমোনারী লোব |
সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী | ফুসফুস |
কই, মাগুর, শিঙি | অতিরিক্ত শ্বাসযন্ত্র |
লিমুলাস ( রাজকাঁকড়া) | বুকগিল |
মানুষের
শ্বাসঅঙ্গ - নাসাপথ, গ্লটিস, শ্বাসনালী, ব্রঙ্কাস, ফুসফুস।
মুখ্য শ্বাসঅঙ্গ
- ফুসফুব্রন, ব্রঙ্কাস, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই, ট্রাকিয়া।
গৌণ শ্বাসঅঙ্গ
- গলবিল, বা ফ্যারিংস, ল্যারিংস, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, থেরোসিকফেজ।
আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।
জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৪ দেখুন ।