Latest

Monday, January 10, 2022

Life Science Respiration System Part - 5 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৫

 Life Science Respiration System Part - 5

Life Science Respiration System Part - 5
Life Science Respiration System


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Respiration System Part - 5 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৫ ।

বন্ধুরা জীবন বিজ্ঞানের শ্বসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

৬১) পুরুষ ব্যাঙের স্বরথলিকে কী বলে ?

উঃ- ভোকালস্যাক।

৬২) মেরুদণ্ডী প্রাণীর শ্বাস রঞ্জকের নাম কী ?

উঃ- হিমোগ্লোবিন।

৬৩) অমেরুদণ্ডী প্রাণীর শ্বাস রঞ্জকের নাম কী ?

উঃ- হিমোসায়ানিন।

৬৪) কোন কণিকায় মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াস থাকে না ?

উঃ-  পরিণত লোহিত কণিকায়।

৬৫) কোন জীব বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে ?

উঃ- মনোসিস্টিস।

৬৬) আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা কত ?

উঃ- ১০ জোড়া।

কয়েকটি প্রাণী ও তাদের শ্বাস অঙ্গের নামঃ –


প্রাণীর নাম শ্বাসঅঙ্গের নাম
অ্যামিবা , স্পঞ্জ, হাইড্রা সমগ্র দেহত্বক
কেঁচো, জোঁক সিক্ত ও রক্তজালক সমৃদ্ধ ত্বক
আরশোলা, ফড়িং শ্বাসছিদ্র বা স্পাইরাকল এবং শ্বাসনালি বা ট্রাকিয়া
মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক ফুলকা
ব্যাঙাচি বহিঃফুলকা
ব্যাঙ ফুসফুস, ত্বক, মুখবিবরের মিউকাস পর্দা
মাকড়শা পুস্তক ফুসফুস বা বুকলাভ
শামুক টিনিডিয়া ও পালমোনারী লোব
সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী ফুসফুস
কই, মাগুর, শিঙি অতিরিক্ত শ্বাসযন্ত্র
লিমুলাস ( রাজকাঁকড়া) বুকগিল


মানুষের শ্বাসঅঙ্গ - নাসাপথ, গ্লটিস, শ্বাসনালী, ব্রঙ্কাস, ফুসফুস।

মুখ্য শ্বাসঅঙ্গ - ফুসফুব্রন, ব্রঙ্কাস, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই, ট্রাকিয়া।

গৌণ শ্বাসঅঙ্গ - গলবিল, বা ফ্যারিংস, ল্যারিংস, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, থেরোসিকফেজ।


আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।


জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৪ দেখুন ।