Latest

Monday, April 25, 2022

Environmental Studies Question-Answer Part - 11 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১১

 Environmental Studies Question-Answer Part - 11

Environmental Studies Question-Answer Part - 11
Environmental Studies Question-Answer Part - 11

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 11 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১১ ।

যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।



১৪৬। অটোট্রফ্‌ বলতে কী বোঝায় ?
উঃ যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে।

১৪৭। বাস্তুতন্ত্রের শক্তির কোনো আবর্তন হয় না, এর প্রবাহের প্রকৃতি কি ?
উঃ একমুখী।

১৪৮। বাস্তুতন্ত্রের বৃহত্তম এককের নাম কি ?
উঃ বায়োস্ফিয়ার।

১৪৯। নেকটন প্রাণী কাদের বলা হয় ?
উঃ নিজেদের গমন অঙ্গের সাহায্যে যে দিকে ইচ্ছা গমন করতে পারে।

১৫০। বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে কি বলে ?
উঃ ফ্লোরা।

১৫১। বাস্তুতন্ত্রের প্রাণী সমূহকে কি বলে ?
উঃ ফণা

১৫২। বনসংরক্ষন আইন প্রনয়ন হয় কত সালে ?
উঃ ১৯৮০ সালে।

১৫৩। বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত ?
উঃ ৪৫০

১৫৪। করবেট জাতীয় পার্ক অবস্থিত কোন্‌ রাজ্যে অবস্থিত ?
উঃ উত্তরপ্রদেশ।

১৫৫। গণ্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোন অভয়ারন্যে ?
উঃ জলদাপাড়ায় ।

১৫৬। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখি দেখা যায় ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ গুজরাট।

১৫৭। ভারতের অবলুপ্ত উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কি ?
উঃ রেড ডাটা বুক।

১৫৮। বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক ।

১৫৯। ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উঃ ঘানা, রাজস্থান ।

১৬০। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অভয়ারন্যের নাম কি ? 
উঃ বেথুয়াডহরি।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।