Environmental Studies Question-Answer Part - 12
![]() |
Environmental Studies Question-Answer Part - 12 |
যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।
১৬১। পশ্চিমবঙ্গের
বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
উঃ সুন্দরবনে ।
১৬২। ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশান
অনুষ্ঠিত হওয়ার কারণ কি ?
উঃ জলাভুমি সংরক্ষনের উপর গুরত্ব দেওয়ার জন্য।
১৬৩। হ্যালোফাইটস কাদের বলে ?
উঃ যে উদ্ভিদরা লবনাক্ত পরিবেশে জন্মায়।
১৬৪। ভারতে কোথায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায়
?
উঃ আসামের কাজিরাঙ্গায় ।
১৬৫। পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ
ও প্রানীর অথবা একটি নির্দিষ্ট পুষ্টিস্তরে জীবের মোট সংখ্যা বা পরিমাণ কে কি বলে
?
উঃ জীবভর
১৬৬। যে সকল উদ্ভিদ জলের তলায় পাথরের উপরে
জন্মায় তাদের কি বলে ?
উঃ বেন্থিক ।
১৬৭। যে সকল উদ্ভিদ জলের উপরে থাকে তাদের কি
বলে ?
উঃ পেলজিক ।
১৬৮। বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরেরে
সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজানো হলে যে পিরামিড গঠিত হয় তাকে কি বলে ?
উঃ খাদ্য পিরামিড
১৬৯। যে আন্তঃক্রিয়ার একই পরিবেশে বসবাসকারী
দুটি জীবের উভয়েই উপকৃত হয় তাকে কি বলে ?
উঃ মিয়চুয়ালিজম।
১৭০। যে প্রাকৃতিক পরিবেশে দুটি ভিন্ন প্রজাতির
জীবের আন্তঃক্রিয়ায় এমন এক সম্পর্ক গড়ে ওঠে যাতে তাদের কোনো পারস্পরিক সম্পর্কও থাকে
না আবার একে অপরেরে খাদকও নয় তাকে কি বলে ?
উঃ নিউট্রালিজম।
১৭১। যে আন্তঃক্রিয়ায় একই পরিবেশে বসবাসকারী
দুটি জীবের একটি উপকৃত হয় এবং অপরটি উপকৃত হয় না বা উপকৃতও হয় না তাকে কি বলে?
উঃ কমেনসালিজম
১৭২। যে আন্তঃক্রিয়ায় পরিবেশের একই প্রজাতির
বিভিন্ন সদস্যদের মধ্যে বড়রা ছোটোদের খায় তাকে কি বলে ?
উঃ ক্যানিবলিজম ।
১৭৩। যখন কোন একটি প্রজাতি তার গোষ্ঠী কে টিকিয়ে
রাখার জন্য বা বাঁচার তাগিদে বেশি সংখ্যায় দল গড়ে বা একত্রিত হয়ে অস্থায়ী বা স্থায়ীভাবে
বসবাস করে তখন তাকে কি বলে ?
উঃ অ্যাগ্রিগেশন।
১৪। যে বাস্তুবিদ্যা নির্দিষ্ট পরিবেশে জীব
গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে কি বলে ?
উঃ সিনইকোলজি
১৫। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান
সম্পর্কিত আলচনাকে কি বলে ?
উঃ অট্ইকোলজি।