Environmental Studies Question-Answer Part - 10
![]() |
Environmental Studies Question-Answer Part - 10 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 10 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১০ ।
যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।
১৩১। লাদাখের কোন অঞ্চলের উষ্ণ প্রস্রবন কাজে লাগিয়ে ভূ-তাপীয় শক্তির উৎপাদন সম্ভব
হচ্ছে ?
উঃ পুগা
১৩২। পশ্চিম বঙ্গের কোথায় বায়োগ্যাস সিস্টেমকে কাজে লাগিয়ে তাপশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে ?
উঃ সুন্দরবনের গোসাবায়
১৩৩। ভারতের কোথায় Forest Research Institute স্থাপিত হয় ?
উঃ উত্তরপ্রদেশ
১৩৪। ভারতের কোথায় Wind Energy Technology স্থাপিত ?
উঃ চেন্নাই
১৩৫। বাস্তুতন্ত্রে শক্তির স্থিতিকরনকে কি বলে ?
উঃ ইকোলজিক্যাল এফিসিয়েন্সি।
১৩৬। প্রথম সৌরকোশ কোথায় ব্যবহৃত হয়েছিল ?
উঃ কৃত্রিম উপগ্রহ।
১৩৭। জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে পদার্থের সঞ্চালন কীসের মাধ্যমে ঘটে থাকে ?
উঃ জৈব ভূ-রাসায়নিক চক্রের মাধ্যমে।
১৩৮। স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র কি নামে পরিচিত ?
উঃ লেনটিক
১৩৯। নদ-নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয় ?
উঃ লোটিক?
১৪০। যেখানে খাদ্যের আকারে শক্তি জীবের মাধ্যমে নীচের পুষ্টিস্তর থেকে ওপরের পুষ্টিস্তরে যায় তাকে কি বলে ?
উঃ খাদ্যশৃঙ্খল।
১৪১। ধারাবাহিকভাবে জীবজগৎ থেকে ভৌত পরিবেশ ঘুরে পুনরায় জৈব পরিবেশে পুষ্টিমৌলের প্রত্যাবর্তনকে কি বলে ?
উঃ জীব ভূ-রাসায়নিক চক্র।
১৪২। বাস্তুতন্ত্রের চালিকা শক্তি কি ?
উঃ সূর্যালোক।
১৪৩। বিজ্ঞানের যে শাখায় জীব ও তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয় তাকে কি বলে ?
উঃ বাস্তুবিদ্যা।
১৪৪। স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝায় ?
উঃ সজীব পদার্থের পরিমাণ।
১৪৫। শক্তিপ্রবাহের ক্ষেত্রে ‘দশ শতাংশের সূত্রের’ প্রবর্তক কোন্ বিজ্ঞানী ?
উঃ লিন্ডেম্যান।
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।