Environmental Studies Question-Answer Part - 16
![]() |
Environmental Studies Question-Answer Part - 16 |
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -
২২১)
ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যানটির নাম কী ?
উঃ- হেইলে বা জিম কর্বেট জাতীয় উদ্যান।
২২২) হেইলে ন্যাশনাল পার্ক কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে
?
উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে।
২২৩) পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উঃ- আমেরিকার ইয়েলোস্টন ন্যাশনাল পার্ক।
২২৪) পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ- কেরলে।
২২৫) ‘বায়োডাইভারসিটি হটস্পট’ বা জীববৈচিত্র্য উষ্ণ
কেন্দ্র শব্দটি কে প্রথম উল্লেখ করেন ?
উঃ- নরম্যান মায়ারস্।
২২৬) ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারস্- এর
মতে পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কত ?
উঃ- ২৫ টি।
২২৭) কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র 'বিপন্ন
প্রজাতি আইন' (En- dangered Species Act) প্রণয়ন করেন ?
উঃ- ১৯৭৩ খ্রিস্টাব্দে।
২২৮) CITES (Convention on international Trade in En-dangered Species of wild Fauna and Flora) চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
উঃ- ১৯৭৩ খ্রিস্টাব্দে।
২২৯। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি
?
উঃ নীলগিরি অঞ্চল ।
২৩০। দাচি গাঁও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ জম্মু ও কাশ্মীরে ।
২৩১। মানস ব্যাঘ্রপ্রকল্প কোথায় অবস্থিত ?
উঃ অসম ।
২৩২। দাজিপুর বাইসন অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উঃ মহারাষ্ট্রে ।
২৩৩। নল সরোবর পাখিরালয় কোথায় অবস্থিত ?
উঃ গুজরাতে ।
২৩৪। কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত
?
উঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ।
২৩৫। Black Data Book কি ?