Latest

Monday, April 25, 2022

Daily Bengali Current Affairs 25th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 25th April 2022

Daily Bengali Current Affairs 25th April 2022
Daily Bengali Current Affairs 25th April 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 25th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে এপ্রিল ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। বর্জ্যকে শক্তিতে রূপান্তর করার জন্য কে দিল্লি জল বোর্ডের সাথে চুক্তি করেছে ?
(ক) BPCL
(খ) ACPL
(গ) NTPC
(ঘ) ONGC ।

২। সম্প্রতি, সরকার ২০২২-২৩ সালের জন্য কত মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ?
(ক) 250
(খ) 400
(গ) 328
(ঘ) 450 ।

৩। “জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস” কবে পালিত হয় ?
(ক) 23 এপ্রিল
(খ) 24 এপ্রিল
(গ) 22 এপ্রিল
(ঘ) 21 এপ্রিল ।

৪। জাতিসংঘের চারটি ECOSOC সংস্থায় কোন দেশ নির্বাচিত হয়েছে ?
(ক) বাংলাদেশ
(খ) ইজরায়েল
(গ) ভারত
(ঘ) আমেরিকা ।

৫। নতুন জাহাজ ‘এনার্জি প্রবাহ’ কোথায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে ?
(ক) মুম্বাই
(খ) ভারুচ
(গ) পুনে
(ঘ) কোচি ।

৬। কোন সংস্থা গ্লোবাল এপিডেমিক ফান্ড গঠনে সম্মত হয়েছে ?
(ক) WHO
(খ) UNESCO
(গ) G20
(ঘ) কোনটিই নয় ।

৭। কে আন্তর্জাতিক ডেটা সেন্টার স্থাপনের জন্য NIXI-CSC এর সাথে চুক্তি করেছে ?
(ক) কেরালা
(খ) ত্রিপুরা
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।

৮। সম্প্রতি, ‘RBI’ কার উপর 17 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে ?
(ক) HDFC Bank
(খ) Axis Bank
(গ) Manappuram Finance
(ঘ) ICICI Bank ।

৯। আদিত্য বিড়লা ক্যাপিটালের পরবর্তী সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) প্রভা নরসিংহন
(খ) রাজেশ গোপীনাথ
(গ) বিশাখা মুল্যে
(ঘ) জসলিন কোহলি ।

১০। ‘DefConnect 2.0’ কোথায় সংগঠিত হয়েছে ?
(ক) মুম্বাই
(খ) পুনে
(গ) নতুন দিল্লি
(ঘ) কলকাতা ।

১১। ধনলক্ষ্মী ব্যাঙ্ক কর আদায়ের জন্য CBIC এবং CBDT এর সাথে চুক্তি করেছে ।
১২। ‘উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার’ মানদণ্ড জিতেছেন তারিণী গয়াল ।
১৩। ভারতের জাতীয় তদন্ত সংস্থা ‘কলম্বো ডিফেন্স কনক্লেভ ভার্চুয়াল কনফারেন্স’ আয়োজন করেছে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download Here ।

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download Here 

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৪শে এপ্রিল ২০২২ PDF