Latest

Monday, April 25, 2022

Environmental Studies Question-Answer Part - 17 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৭

 Environmental Studies Question-Answer Part - 17 

Environmental Studies Question-Answer Part - 17
Environmental Studies Question-Answer Part - 17 

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 17 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৭

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে - 

২৩৬। The Green Data Book কি ?

উঃ অবলুপ্তপ্রায় উদ্ভিদের কথা

২৩৭। আলিপুর চিড়িয়াখানা কি জাতীয় সংরক্ষণ পদ্ধতি ?

উঃ অস্থানিক

২৩৮। বিশ্ব বিলুপ্তি কি ?

উঃ কনো জীব প্রজাতি বিশ্ব থেকে অবলুপ্ত হওয়াকে বোঝায় ।

২৩৯। রামসার ক্ষেত্র কাকে বলে ?

উঃ জলাভূমিকে

২৪০। বন্দিপুর জাতীয় পার্ক কোথায় অবস্থিত ?

উঃ কর্ণাটক

২৪১। প্রকৃতির বৃক্ক কাকে বলে ?

উঃ জলাভূমিকে

২৪২। গণ্ডার সংরক্ষণ আইন কত সালে চালু হয় ?

উঃ ১৯৩২ সালে

২৪৩। কুমীর সংরক্ষণ আইন কত সালে চালু হয় ?

উঃ ১৯৭২ সালে।

২৪৪। অগ্নিনির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি ?

উঃ হ্যালন

২৪৫। ওজোন হোল প্রথম আবিষ্কার হয় কত সালে ?

উঃ ১৯৮৫

২৪৬। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কি ?

উঃ CFC

২৪৭। এনভায়রনমেন্টাল প্রটেকশান এজেন্সি কোন দেশে অবস্থিত ?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র

২৪৮। বায়ুদূষণ দূর করা যায় কোন যন্ত্রের দ্বারা ?

উঃ সাইক্লোন সেপারেটর যন্ত্রে

২৪৯। ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোন দূষণ প্রতিরোধে ?

উঃ বায়ুদূষণ প্রতিরোধে ।

২৫০। ইউট্রোফিকেশন কাকে বলে ?

উঃ জলে শৈবালের বৃদ্ধিকে ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন PDF

নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেকোনো বিষয়ে Online M.C.Q Mock Text দিতে ক্লিক করো - Give Mock Test