Latest

Monday, April 25, 2022

Environmental Studies Question-Answer Part - 7 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৭

 Environmental Studies Question-Answer Part - 7

Environmental Studies Question-Answer Part - 7
Environmental Studies Question-Answer Part - 7

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 7 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৭ ।

যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।

৮৬। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাঁধা দেয় কোন পদার্থ ?

উঃ সিসা

৮৭। কোন দূষকটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে?

উঃ কার্বন -ডাই –অক্সাইড

৮৮। কোনো স্থানে নরম পানীয়ের কারখানা থাকলে তার চারপাশের এলাকা কি হতে পারে ?

উঃ প্রায় মরুভূমিতে পরিনত হতে পারে।

৮৯। বিগত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে ?

উঃ 0.60 সেলসিয়াস।

৯০। ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে কোন পদার্থের পরিমাণ বেড়ে যায় ?

উঃ আর্সেনিক।

৯১। ডিডিটি –র প্রভাবে, পাখির ডিমের কি ক্ষতি হয় ?

উঃ ভঙ্গুর হয়ে যায়।

৯২। জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কি বলে ?

উঃ অভিযোজন।

৯৩। ১৯৯৭ সালে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা আয়োজিত হয় কোন শহরে ?

উঃ কিয়োটো শহরে।

৯৪। অম্লবৃষ্টির প্রধান উপাদান কি কি ?

উঃ H2SO4 ও HNO3

৯৫। জীবনের জৈব রাসায়নিক উদ্ভব সংক্রান্ত মতবাদের প্রবর্তক কে ?

উঃ হেকেল।

৯৬। পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট কি কি ?

উঃ উদ্ভিদ ও প্রাণী।

৯৭। পরিবেশের হাইড্রোস্ফিয়ার কি দ্বারা গঠিত হয় ?

উঃ জল দ্বারা।

৯৮। MIC এর পুরো নাম কী ?

উঃ Methyl Isocyanate

৯৯। সমুদ্রের যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে তাকে কি বলে ?

উঃ ফোটিক বা ইউফোটিক অঞ্চল।

১০০। সমুদ্রের যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে না তাকে কি বলে ?

উঃ অ্যাফোটিক অঞ্চল।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here