Environmental Studies Question-Answer Part - 8
![]() |
Environmental Studies Question-Answer Part - 8 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 8 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৮ ।
যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।
১০১। কত সালে প্রথম মিনামাটা রোগ দেখা যায় ?
উঃ ১৯৫৫ সালে।
১০২। গুজরাটে ভূমিকম্প হয় কত সালে ?
উঃ ২০০১
১০৩। নেপালে ভূমিকম্প হয় কত সালে ?
উঃ ২০১৫ সালে।
১০৪। মিসাইল ম্যান কাকে বলা হয় ?
উঃ ডাঃ এ পি জে আব্দুল কালাম।
১০৫। জেরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায় ?
উঃ মরুভূমি অঞ্চলে।
১০৬। নদীর প্রবাহমান জলকে কী বলে ?
উঃ লোটিক জল।
১০৭। অ্যালবেডো শতকরা কত শতাংশ ?
উঃ ৩৪ শতাংশ।
১০৮। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাসের অনুপাতের হার কে কি বলে?
উঃ ল্যাপসরেট।
১০৯। ‘থিওরি অফ ক্যাটসট্রোফিজম’ বা বিপর্যয় বাদ এর প্রবক্তা কে ?
উঃ ক্যুভিয়ার।
১১০। অ্যালবেডো কি ?
উঃ সূর্যরশ্মির যে অংশ মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে ।
১১১। কার্যকরী সৌরকিরণ কত শতাংশ ?
উঃ ৬৬ শতাংশ।
১১২। পরিবেশের উপর সিটিজেনস রিপোর্ট প্রকাশকারী সংস্থার নাম কি ?
উঃ Centre For Science and Environment.
১১৩। সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার নাম কি ?
উঃ OTEC
১১৪। যে জল দীর্ঘ সময় ধরে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসেনি তাকে কি বলে ?
উঃ কনেট জল।
১১৫। রূপান্তরিত শিলার মধ্যে অবস্থিত জলকে কি বলে ?
উঃ মেটামরফিক জল।
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।