Latest

Monday, April 25, 2022

Environmental Studies Question-Answer Part - 9 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৯

 Environmental Studies Question-Answer Part - 9

Environmental Studies Question-Answer Part - 9
Environmental Studies Question-Answer Part - 9

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 9 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৯ ।

যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।

১১৬। যে জল কোনোদিনই পৃথিবীর জলমন্ডলের অংশ ছিল না তাকে কি বলে ?

   উঃ জুভেনাইল জল।

১১৭। যে জল বায়ুমন্ডল থেকে স্বল্পকাল আগে পাওয়া গেছে তাকে কি বলে ?

  উঃ মেটিওরিক জল ।

১১৮। পেট্রোলিয়াম শব্দের অর্থ কি ?

  উঃ পাথর সঞ্চিত তেল ।

১১৯। পেট্রোলিয়াম উত্তোলনের জন্য যে সরু নল বসানো হয় তার নাম কি ?

  উঃ ক্রিসমাস ট্রি।

১২০। ১৯৫৬ সালে তারাপুর ভারতে যে প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় তার নাম কি ?

  উঃ অপ্সরা।

১২১। ভারতবর্ষে সোলার পণ্ড কোথায় অবস্থিত ?

  উঃ পন্ডিচেরীতে।

১২২। পশ্চিমবঙ্গের একটি বৃহৎ জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র(NTPC) কোথায় অবস্থিত?

  উঃ ফারাক্কায়।

১২৩। থ্রি মাইল আইল্যান্ড কোথায় অবস্থিত ?

  উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

১২৪। থ্রি মাইল আইল্যান্ড দুর্ঘটনার কারন কি ?

  উঃ পারমাণবিক বিদ্যুৎ দুর্ঘটনা ।

১২৫। যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম জাতীয় তরল হাইড্রোকার্বন পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম

কি ?

উঃ হিভিয়া ব্রাসিলিয়েনসিস।

১২৬। হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার নাম কি ?

  উঃ লিটল বয়।

১২৭। ইউফোরবিয়েসী, স্যাপোটেসী, অ্যাপোসাইনেসী, এই সমস্ত কিছু উদ্ভিদের ক্ষীর রস বা ল্যাটেক্স পরিশোধনের মাধ্যমে পেট্রোল, গ্যাস, ন্যাপথলিন, কেরোসিন এই সমস্ত উৎপাদন করা সম্ভব, এই ধরনের উদ্ভিদদের কি বলা হয় ?

  উঃ পেট্রোপ্ল্যান্টস্‌

১২৮। জৈব ডিজেল উৎপাদনের জন্য আদর্শ গাছের নাম কি ?

  উঃ জাট্রোপা।

১২৯। গ্যাসোস্ফিয়ার যন্ত্রে কাঠ থেকে জ্বালানি হিসাবে ব্যবহার যোগ্য কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রন থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাকে কি বলে ?

  উঃ প্রোডিউসার গ্যাস

১৩০। গবাদি পশুর মলের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় কোন্‌ ব্যাকটেরিয়ার সাহায্যে ?

  উঃ অ্যানিরোবিক।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।