Latest

Monday, April 25, 2022

Environmental Studies Question-Answer Part - 13 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৩

 Environmental Studies Question-Answer Part - 13

Environmental Studies Question-Answer Part - 13
Environmental Studies Question-Answer Part - 13

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 13 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৩।

যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

১৭৬। বাস্তুতন্ত্রে উদ্ভিদগোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে কি বলে ?

উঃ- ফেনোলজি ।

১৭৭। কোনো নির্দিষ্ট পরিবেশের উদ্ভিদ বা প্রাণীর বাসস্থান সংক্রান্ত বাস্তব্যবিদ্যা যে শাখায় আলোচিত হয়, বাস্তসংস্থানের সেই শাখাকে কি বলে ?

উঃ- বাসস্থান বাস্তব্যবিদ্যা ।

১৭৮। Forest Conservation Act ভারত সরকার কত সালে চালু করেন ?

উঃ- ১৯৮০ সালে ।

১৭৯। ভারতবর্ষে National Forest Poiicy কত সালে চালু (Tiger Project) চালু হয় ?

উঃ- World Wide Tiger Protection Organisation (WWTPO)

১৮০। ‘পপুলেশন এক্সপ্লোসন’ বইটি কার লেখা ?

উঃ- পি.আর.এরলিচ এবং এ.এরলিচ ।

১৮১। ভারতবর্ষে কোন একমাত্র জঙ্গলটিতে এশিয়ান সিংহ পাওয়া যায় ?

উঃ- গির ন্যাশনাল পার্ক ।

১৮২। I.B.W.L – এর পুরো নাম কি ?

উঃ- Indian Board for WiLd Life.

১৮৩। NBPGR এর পুর নাম কি ?

উঃ- National Bureau of Plant Genetic Resources .

১৮৪। UNEP – এর পুর নাম কি ?

উঃ- United National Environment Programme.

১৮৫। নামধাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ- অরুণাচল প্রদেশ ।

১৮৬। উত্তপ্ত স্যুপ কার মতবাদ ?

উঃ হ্যালডেন।

১৮৭। বায়োজিয়োগ্রাফিক্যাল প্রসেসেস কার রচনা ?

উঃ আই. জি. সিমনস

১৮৮। ভারতের জীব বৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয় ?

উঃ ২০০২ খ্রিস্টাব্দে

১৮৯। কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ রাজস্থানে

১৯০। জাতীয় বন্যপ্রানী সংরক্ষন আইন কত সালে প্রণীত হয় ?
উঃ ১৯৭২ সালে ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।