Latest

Tuesday, April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 22 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২২

 Environmental Studies Question-Answer Part - 22

Environmental Studies Question-Answer Part - 22
Environmental Studies Question-Answer Part - 22

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 22 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২২

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে - 

৩১১। কতসালে প্রথম ধরিত্রী দিবস উদযাপিত হয় ?

উঃ ১৯৭৭ সালে ।

৩১২। পৃথিবীর কোথায় ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ?

উঃ অ্যান্টার্কটিকা ।

৩১৩। কোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলে ?

উঃ ওজোন স্তর ।

৩১৪। কিয়োটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৯৯৭ সালে ।

৩১৫। মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

উঃ ভিয়েনা ।

৩১৬। ভিয়েনা সম্মেলনে কটি দেশ অংশগ্রহণ করে ?

উঃ ১৭১ টি ।

৩১৭। রামসার সম্মেলন কবে কোথায় সংগঠিত হয় ?

উঃ ইরান, ১৯৭১ সালে ।

৩১৮। মানব অধিকারের আন্তর্জাতিক বছর কোনটি ?

উঃ ১৯৬৮ । 

৩১৯। ভারতে মানব অধিকার সুরক্ষা আইন সংসদে কবে গৃহীত হয় ?

উঃ ১৯৯৪ সালে ।

৩২০। মানব অধিকার দিবস কবে পালিত হয় ?

উঃ ১০ ই ডিসেম্বর ।

৩২১। গ্রীণ বেঞ্চ কি ?

উঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে পরিবেশ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করার জন্য ১৯৮৬ সালে একটি বেঞ্চ গঠন করা হয় , তার নাম গ্রীন বেঞ্চ ।

৩২২। গ্রীন পিস কি ?

উঃ স্বেচ্ছাসেবী সংস্থা ।

৩২৩। গ্রীণ পিস কোথায় কত সালে গঠিত হয় ?

উঃ ১৯৭১ সালে নেদারল্যান্ডে ।

৩২৪। ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত হ্রাস হয় ?

উঃ ৬.৫ সেলসিয়াস

৩২৫। কেন্দ্রীয় স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কি ?

উঃ Central Pollution Board ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here 

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২১ দেখুন ।

নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেকোনো বিষয়ে Online M.C.Q Mock Text দিতে ক্লিক করো - Give Mock