Environmental Studies Question-Answer Part - 23
![]() |
Environmental Studies Question-Answer Part - 23 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 23।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৩।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -৩২৬।
জীবহীন নতুন ভূ- খন্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে কি বলে ?
উঃ সাক্সেসান ।
৩২৭। উত্তর অ্যাটল্যান্টিক মহাসাগরে সৃষ্ট
ঘূর্ণবাতকে কি বলে ?
উঃ হ্যারিকেন ।
৩২৮। ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কি বলে ?
উঃ ফোকাস ।
৩২৯। ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরন
হয় কোথায় ?
উঃ পোখরানে ।
৩৩০। কার আমলে ভারতে পারমানবিক বোমা তৈরি করা
হয় ?
উঃ অটল বিহারী বাজপেয়ী ।
৩৩১। ‘সবুজ বিপ্লব’ কথাটির অর্থ কি ?
উঃ কৃষি বিপ্লব ।
৩৩২। সংরক্ষনের উদ্দেশ্যে কৃষিজাত ফসলের আদ্রতা
অপসারণের জন্য সৌরশক্তি চালিত যন্ত্রটির নাম কি ?
উঃ সোলার ড্রায়ার ।
৩৩৩। সোলার ফোটোভোল্টিক সেলের মাধ্যমে কি করা
হয় ?
উঃ সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন
করে দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় ।
৩৩৪। সৌরশক্তি চালিত ‘বাষ্পীয় ইঞ্জিন’ কে আবিষ্কার
করেন ?
উঃ আগাস্তিন মুশো ।
৩৩৫। বিশ্বের কোথায় প্রথম ভূ-তাপশক্তি উৎপাদন
কেন্দ্র স্থাপন করা হয়েছে ?
উঃ ইটালি ।
৩৩৬। কোনো ট্রফিক স্তরে জীবিত উদ্ভিদ ও প্রাণীজ
পদার্থের পরিমানকে কি বলা হয় ?
উঃ জীবভর ।
৩৩৭। উদ্ভিদ ও জীবজন্তু নিয়ে গঠিত যে কোনো
প্রধান বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বা এককে কি বলে ?
উঃ বায়োম ।
৩৩৮। কোনো জীব সমুদ্রের তলায় সূক্ষ্ম ছিদ্র
করে, তাদের নাম কি ?
উঃ ইনফনা ।
৩৩৯। কোনো জীব সমুদ্রের উপরিতলে আবদ্ধ হয়ে
বা মুক্ত অবস্থায় বসবাস করে, এদের নাম কি ?
উঃ এপিফেনা ।
৩৪০। স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাসের উপস্থিতি
লক্ষ্য করা যায় যা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় ?
উঃ ওজোন গ্যাস ।
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।
৩২৬।
জীবহীন নতুন ভূ- খন্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে কি বলে ?
উঃ সাক্সেসান ।
৩২৭। উত্তর অ্যাটল্যান্টিক মহাসাগরে সৃষ্ট
ঘূর্ণবাতকে কি বলে ?
উঃ হ্যারিকেন ।
৩২৮। ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কি বলে ?
উঃ ফোকাস ।
৩২৯। ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরন
হয় কোথায় ?
উঃ পোখরানে ।
৩৩০। কার আমলে ভারতে পারমানবিক বোমা তৈরি করা
হয় ?
উঃ অটল বিহারী বাজপেয়ী ।
৩৩১। ‘সবুজ বিপ্লব’ কথাটির অর্থ কি ?
উঃ কৃষি বিপ্লব ।
৩৩২। সংরক্ষনের উদ্দেশ্যে কৃষিজাত ফসলের আদ্রতা
অপসারণের জন্য সৌরশক্তি চালিত যন্ত্রটির নাম কি ?
উঃ সোলার ড্রায়ার ।
৩৩৩। সোলার ফোটোভোল্টিক সেলের মাধ্যমে কি করা
হয় ?
উঃ সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় ।
৩৩৪। সৌরশক্তি চালিত ‘বাষ্পীয় ইঞ্জিন’ কে আবিষ্কার
করেন ?
উঃ আগাস্তিন মুশো ।
৩৩৫। বিশ্বের কোথায় প্রথম ভূ-তাপশক্তি উৎপাদন
কেন্দ্র স্থাপন করা হয়েছে ?
উঃ ইটালি ।
৩৩৬। কোনো ট্রফিক স্তরে জীবিত উদ্ভিদ ও প্রাণীজ
পদার্থের পরিমানকে কি বলা হয় ?
উঃ জীবভর ।
৩৩৭। উদ্ভিদ ও জীবজন্তু নিয়ে গঠিত যে কোনো
প্রধান বাস্তুতান্ত্রিক সম্প্রদায় বা এককে কি বলে ?
উঃ বায়োম ।
৩৩৮। কোনো জীব সমুদ্রের তলায় সূক্ষ্ম ছিদ্র
করে, তাদের নাম কি ?
উঃ ইনফনা ।
৩৩৯। কোনো জীব সমুদ্রের উপরিতলে আবদ্ধ হয়ে
বা মুক্ত অবস্থায় বসবাস করে, এদের নাম কি ?
উঃ এপিফেনা ।
৩৪০। স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাসের উপস্থিতি
লক্ষ্য করা যায় যা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় ?
উঃ ওজোন গ্যাস ।