Environmental Studies Question-Answer Part - 21
![]() |
Environmental Studies Question-Answer Part - 21 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 21।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২১।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -
২৯৬। ১।
IUCN এর মুখ্যালয় কোথায় অবস্থিত ?
উঃ সুইজারল্যান্ডের
মর্গেস শহরে ।
২৯৭। ১৯৭২ সালের পরিবেশ সম্পর্কিত রাষ্ট্রসংঘের সভা
কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ সুইডেনের
স্টকহোম শহরে ।
২৯৮। স্টকহোম সম্মেলনে কটি দেশ অংশ গ্রহণ করে ?
উঃ ১১৩ টি
দেশ ।
২৯৯। পরিবেশের ওপর রিও–ডি-জেনিরো সম্মেলনের নাম কি
?
উঃ বসুন্ধরা
সম্মেলন(Earth Summit)
৩০০। বসুন্ধরা সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা
কত ?
উঃ ১৩০ টি
।
৩০১। আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে স্থাপিত
হয় ?
উঃ ১৯১৯ সালে
।
৩০২। ভারতে লোক দায়িত্ব বীমা আইন (Public
Liability Insurance Act) কত সালে বলবত হয় ?
উঃ ১৯৯১ সালে
।
৩০৩। পশ্চিমবঙ্গের বনবাসীদের নিয়ে অরন্যসম্পদ রক্ষার
জন্য কোন যৌথ বনব্যবস্থা আন্তর্জাতিক পল গেটি পুরস্কার লাভ করে ?
উঃ মেদনিপুরের
আরাবাড়ি প্রকল্প ।
৩০৪। ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ইন্দিরা
বৃক্ষমিত্র পুরস্কার পায় ?
উঃ আরাবাড়ি
প্রকল্প ।
৩০৫। UNEP সংস্থাটি আন্তঃরাষ্ট্র পরিবেশ সুরক্ষার
উদ্দেশ্যে কবে গঠিত হয় ?
উঃ ১৯৭৪ সালে
।
৩০৬। পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের
রুপায়নের জন্য তার নাম কি ?
উঃ ভাকরা
নাঙ্গাল বাঁধ প্রকল্প ।
৩০৭। কর্ণাটকে অপিক্কো আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত
ব্যক্তিত্ব যুক্ত ?
উঃ মেধা পাটেকর
ও পান্ডুরাও হেগেড়ের নেতৃত্বে ।
৩০৮। ভিয়েনা ঘোষণা কত সালে ঘোষিত হয় ?
উঃ ১৯৯৩ সালের
১৪-২৫ শে জুন ।
৩০৯। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্ব
যুক্ত ?
উঃ শ্রীমতী
মেধা পাটেকর ও শ্রীমতী অরুন্ধুতী রায় ।
৩১০। প্রতি বছর কোন দিনটি ধরিত্রী দিবস পালিত হয়
?
উঃ ২২ এপ্রিল
।
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।
পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২০
নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেকোনো বিষয়ে Online M.C.Q Mock Text দিতে ক্লিক করো - Give Mock Test ।
২৯৬। ১।
IUCN এর মুখ্যালয় কোথায় অবস্থিত ?
উঃ সুইজারল্যান্ডের
মর্গেস শহরে ।
২৯৭। ১৯৭২ সালের পরিবেশ সম্পর্কিত রাষ্ট্রসংঘের সভা
কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ সুইডেনের
স্টকহোম শহরে ।
২৯৮। স্টকহোম সম্মেলনে কটি দেশ অংশ গ্রহণ করে ?
উঃ ১১৩ টি
দেশ ।
২৯৯। পরিবেশের ওপর রিও–ডি-জেনিরো সম্মেলনের নাম কি
?
উঃ বসুন্ধরা
সম্মেলন(Earth Summit)
৩০০। বসুন্ধরা সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা
কত ?
উঃ ১৩০ টি
।
৩০১। আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে স্থাপিত
হয় ?
উঃ ১৯১৯ সালে
।
৩০২। ভারতে লোক দায়িত্ব বীমা আইন (Public
Liability Insurance Act) কত সালে বলবত হয় ?
উঃ ১৯৯১ সালে
।
৩০৩। পশ্চিমবঙ্গের বনবাসীদের নিয়ে অরন্যসম্পদ রক্ষার
জন্য কোন যৌথ বনব্যবস্থা আন্তর্জাতিক পল গেটি পুরস্কার লাভ করে ?
উঃ মেদনিপুরের আরাবাড়ি প্রকল্প ।
৩০৪। ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ইন্দিরা
বৃক্ষমিত্র পুরস্কার পায় ?
উঃ আরাবাড়ি
প্রকল্প ।
৩০৫। UNEP সংস্থাটি আন্তঃরাষ্ট্র পরিবেশ সুরক্ষার
উদ্দেশ্যে কবে গঠিত হয় ?
উঃ ১৯৭৪ সালে
।
৩০৬। পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের
রুপায়নের জন্য তার নাম কি ?
উঃ ভাকরা
নাঙ্গাল বাঁধ প্রকল্প ।
৩০৭। কর্ণাটকে অপিক্কো আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত
ব্যক্তিত্ব যুক্ত ?
উঃ মেধা পাটেকর
ও পান্ডুরাও হেগেড়ের নেতৃত্বে ।
৩০৮। ভিয়েনা ঘোষণা কত সালে ঘোষিত হয় ?
উঃ ১৯৯৩ সালের
১৪-২৫ শে জুন ।
৩০৯। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্ব
যুক্ত ?
উঃ শ্রীমতী
মেধা পাটেকর ও শ্রীমতী অরুন্ধুতী রায় ।
৩১০। প্রতি বছর কোন দিনটি ধরিত্রী দিবস পালিত হয়
?
উঃ ২২ এপ্রিল
।