Latest

Monday, April 25, 2022

Environmental Studies Question-Answer Part - 14 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৪

 Environmental Studies Question-Answer Part - 14

Environmental Studies Question-Answer Part - 14
Environmental Studies Question-Answer Part - 14

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 13 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৩।

যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে - 


১৯১। যেসব প্রজাতির সংখ্যা অল্প এবং ভবিষ্যতে বিপদ্গ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কি বলে ?
উঃ বিরল প্রজাতি

১৯২। বর্তমান ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি ?
উঃ ১০২ টি

১৯৩। বর্তমান ভারতে মোট অভয়ারন্যের সংখ্যা কয়টি ?
উঃ ১৫১ টি

১৯৪। যেসব প্রজাতির বিপন্নতার মাত্রা নির্ধারণ করা হয়নি সেগুলিকে কি বলে ?
উঃ অ- নির্ধারিত প্রজাতি।

১৯৫। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখির নাম কি ?
উঃ গোলাপি মাথাওয়ালা হাঁস

১৯৬। একই গোষ্ঠীভুক্ত জীবসমূহের বৈচিত্র্যকে কি বলে ?
উঃ আলফা বৈচিত্র্য

১৯৭। একই প্রাকৃতিক পরিবেশযুক্ত অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সমূহের মধ্যে যে জীব বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে ?
উঃ বিটা বৈচিত্র্য

১৯৮। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ তামিলনাড়ু

১৯৯। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়েনা এমন প্রাণীর নাম কী?
উঃ- বন্য কুকুর, বন্য গাধা, বাইসন।

২০০। ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত ?
উঃ- ১৮ টি।

২০১। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্রের দেশ কোনটি ?
উঃ- ব্রাজিল।

২০২। ভারতে প্রাপ্ত মোট পাখি প্রজাতির সংখ্যা কত ?
উঃ- ১২২৮।

২০৩। বর্তমান ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত ?
উঃ- ৪২ টি।

২০৪। বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল ?
উঃ- মরিশাস দ্বীপে।

২০৫। জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে বায়োলজিক্যাল ডাইভারসিটি বিল চালু হয় কত খ্রিস্টাব্দে ?
উঃ- ২০০২ খ্রিস্টাব্দে ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৩ দেখতে ক্লিক করো ।