Latest

Tuesday, April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 20 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২০

 Environmental Studies Question-Answer Part - 20 

Environmental Studies Question-Answer Part - 20
Environmental Studies Question-Answer Part - 20 

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 20 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২০

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে - 

২৮১। বঙ্গীয় ধূম দূষণ আইনটি কত সালে প্রণীত হয় ?

উঃ ১৯০৫ সালে ।

২৮২। পোলিওমাইলাইটিস কি ঘটিত রোগ ?

উঃ জলবাহিত প্রটোজোয়া ।

২৮৩। Agenda – 21 কি ?

উঃ স্থিতিশীল উন্নয়নের জন্য বসুন্ধরা সম্মেলনে গৃহীত 21 দফা কর্মসূচী ।

২৮৪। অল্ডরিচ মিজ্‌ রোগটি হয় কোন দূষণের ফলে ?

উঃ আর্সেনিক দূষণ ।

২৮৫। জাপানিজ এনকেফ্লাইটিস ছড়ায় কোন মশা ?

উঃ কিউলেক্স মশা ।

২৮৬। ধূলিকণা, ছাই, কার্বন, কণা প্রভৃতি বায়ু দূষককে কি বলে ?

উঃ SPM (Suspended Particulate Matter)

২৮৭। ভারত সরকারের টীকা প্রদানের কার্যক্রমের নাম কি ?

উঃ এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইম্যুনাইজেশন ।

২৮৮। ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধারের নাম কী ?

উঃ এল.বি.প্যাটেল ।

২৮৯। চিপকো আন্দোলন কোথায় শুরু হয় ?

উঃ উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে ।

২৯০। চিপকো আন্দোলন কবে শুরু হয় ?

উঃ ১৯৭৩ সালে এপ্রিল মাসে ।

২৯১। চিপকো আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন ?

উঃ সুন্দরলাল বহুগুনা ও চন্ডীপ্রসাদ ভট্ট ।

২৯২। চিপকো শব্দের অর্থ কি ?

উঃ জড়িয়ে ধরা ।

২৯৩। এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড সংস্থাটি কোথায় অবস্থিত ?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র ।

২৯৪। নর্মদা ভ্যালি প্রোজেক্টের বিরুদ্ধে যে নেত্রী আন্দোলন গড়ে তোলেন তার নাম কি ?

উঃ মেধা পাটেকর ।

২৯৫। বোধঘাট প্রকল্প কোথায় চালু হয় ?

উঃ মধ্যপ্রদেশ ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here 

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৯ দেখুন ।

নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেকোনো বিষয়ে Online M.C.Q Mock Text দিতে ক্লিক করো - Give Mock Test ।