Latest

Tuesday, April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 19 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৯

 Environmental Studies Question-Answer Part - 19

Environmental Studies Question-Answer Part - 19
Environmental Studies Question-Answer Part - 19 

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 17 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৭

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

২৬৬। ভারতবর্ষে মোট কতগুলি স্বাদুজলের রিজারভেয়র আছে ?

উঃ ৩০০০ টি ।

২৬৭। ফুসফুসে বালিকনা জমতে জমতে যে শারীরিক সমস্যা দেখা দেয় তার নাম কি ?

উঃ সিলিকোসিস ।

২৬৮। ফুসফুসে কয়লার গুঁড়ো জমতে জমতে যে শারীরিক সমস্যা দেখা দেয় তার নাম কি ?

উঃ অ্যানথ্রাকোসিস ।

২৬৯। ভাইটাল ইনডেক্স কি ?

উঃ জন্ম ও মৃত্যু হার ।

২৭০। ব্ল্যাক লাং রোগ দেহের কোন অংশে ঘটে ?

উঃ ফুসফুসে ।

২৭১। শব্দ দূষণ মাপা যন্ত্রের নাম কি ?

উঃ অডিওমিটার ।

২৭২। সর্বপ্রথম মিনামাটা রোগ কোথায় হয় ?

উঃ জাপান ।

২৭৩। মিনামাটা রোগ কোন পদার্থের জন্য হয় ?

উঃ পারদ ।

২৭৪। গঙ্গা অ্যাকশন প্ল্যান কে চালু করেন ?

উঃ রাজীব গান্ধী ।

২৭৫। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে  চালু হয় ?

উঃ ১৯৮৬ সালের ১৪ই জুন ।

২৭৬। “ইটাই ইটাই” কোন ধাতুর সংস্পর্শে ঘটে ?

উঃ ক্যাডমিয়াম ।

২৭৭। ডেমোগ্রাফি কি ?

উঃ জনসংখ্যা বিশ্লেষণ ।

২৭৮। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রন পর্ষদ কবে গঠিত হয় ?

উঃ ১৯৭৪ সালে ।

২৭৯। কে প্রথম তীব্রতা পরিমাপ করেন ?

উঃ জন মিচেল ।

২৮০। গ্রিনহাউস প্রভাবের ফলে সৃষ্ট রোগের নাম কি ?

উঃ রিফট ভ্যালি ফিভার, আফ্রিকান সোয়াইন ফিভার ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১৮

নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেকোনো বিষয়ে Online M.C.Q Mock Text দিতে ক্লিক করো - Give Mock Test ।