Environmental Studies Question-Answer Part - 18
![]() |
Environmental Studies Question-Answer Part - 18 |
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -
২৫১।
জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তাকে কি বলে ?
উঃ স্ট্রিকনিন ।
২৫২। কৃষিক্ষেত্রে ব্যবহৃত নাইট্রেট সার জীব
দেহে যে রোগের সৃষ্টি করে তার নাম কি ?
উঃ মিথিমোগ্লোবিনেমিয়া ।
২৫৩। নদীর জলের B.O.D এর মাত্রা কত ?
উঃ ৫ এর কম ।
২৫৪। পানীয় জলের P.H এর মান কত হওয়া উচিত
?
উঃ ৬.৫ থেকে ৮.৫ ।
২৫৫। NERRI নামক নাগপুর স্থিত সংস্থা দ্বারা
আবিস্কৃত ভারতে জলদূষণ নিয়ন্ত্রনের পদ্ধতির নাম কি ?
উঃ অক্সিডেশন জলাশয়ের সৃষ্টি
।
২৫৬। জলকে ফসফরাস দূষণ মুক্ত করতে হলে কোন
পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন ?
উঃ ইলেক্ট্রোলাইসিস ।
২৫৭। NASA দ্বারা আবিষ্কৃত রাসায়নিক জলদূষণ
থেকে অব্যহতি পাওয়ার জন্য ব্যবহৃত উদ্ভিদের নাম কি ?
উঃ কচুরী পানা ।
২৫৮। ১৯৭৮ সালে ভারতের কোথায় একটি ভয়ঙ্কর ভুমিস্খলন
ঘটে ?
উঃ উত্তর কাশীতে ।
২৫৯। বৃষ্টির জল ল্যান্দফিলের বর্জ্য পদার্থ
ধুয়ে জলাশয়ে ব ভূ-নিম্নস্থ জলে গিয়ে মেশে , এই জলকে কি বলে ?
উঃ লিচেট বলে ।
২৬০। শব্দ দূষণ পরিমাপের একক কি ?
উঃ ডেসিবেল ।
২৬১। কঠিন বর্জ্য পদার্থ থেকে যে গ্যাস পাওয়া
যায় তার নাম কি ?
উঃ ল্যান্ডফিল ।
২৬২। ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ
হতে কত সময় লাগে ?
উঃ ৪ থেকে ৬ মাস ।
২৬৩। বর্তমানে আমাদের দেশে কঠিন বর্জ্য পদার্থের
যে পদ্ধতিতে কম্পোস্টিং করা হয় তার নাম কি ?
উঃ ব্যাঙ্গোলোর পদ্ধতি ।
২৬৪। অটোমোবাইলে ক্যাটালাইটিক কনভার্টার যন্ত্রটি
ব্যবহার করা হয় কি নিয়ন্ত্রনের জন্য ?
উঃ বাতাসে HC এবং CO এর নির্গমন
।
২৬৫। বায়ুতে পারদ নির্গমনের প্রধান উৎস কি
?