Latest

Tuesday, April 26, 2022

Daily Bengali Current Affairs 26th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 26th April 2022

Daily Bengali Current Affairs 26th April 2022
Daily Bengali Current Affairs 26th April 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 26th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে এপ্রিল ২০২২ 

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। কোন দেশ রাশিয়া ও সিরিয়ার মধ্যে রাশিয়ার বেসামরিক ও সামরিক ফ্লাইটের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ?

(ক) জাপান

(খ) ভারত

(গ) তুরস্ক

(ঘ) চীন ।

২। ইউনিসেফের YuWaah বোর্ডের কো-চেয়ারম্যান হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে ?

(ক) রাজেশ গোপীনাথন

(খ) জসলিন কোহলি

(গ) অশ্বিন ইয়ার্দি

(ঘ) বিকাশ কুমার ।

৩। “বিশ্ব ম্যালেরিয়া দিবস” কবে পালিত হয় ?

(ক) 23 এপ্রিল

(খ) 25 এপ্রিল

(গ) 22 এপ্রিল

(ঘ) 24 এপ্রিল ।

৪। সম্প্রতি অস্ট্রেলিয়া এবং কোন দেশ 25 এপ্রিল আনজাক দিবস উদযাপন করেছে ?

(ক) বাংলাদেশ

(খ) ইজরায়েল

(গ) নিউজিল্যান্ড

(ঘ) আমেরিকা ।

৫। রাইসিনা সংলাপের ৭ম সংস্করণ কে উদ্বোধন করেছেন ?

(ক) রাম নাথ কোবিন্দ

(খ) নরেন্দ্র মোদি

(গ) এম ভেঙ্কাইয়া নাইডু

(ঘ) অমিত শাহ ।

৬। সম্প্রতি Posoco গবেষণার জন্য কোন IIT এর সাথে চুক্তি করেছে ?

(ক) IIT Mumbai

(খ) IIT Kanpur

(গ) IIT Delhi

(ঘ) IIT Kharagpur ।

৭। কোথায় প্রধানমন্ত্রী মোদী 20000 কোটি টাকার একটি প্রকল্প চালু করেছেন ?

(ক) কেরালা

(খ) জম্মু ও কাশ্মীর

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) পাঞ্জাব ।

৮। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কে একটি নতুন শিল্প পরিকল্পনা উন্মোচন করেছে ?

(ক) আসাম

(খ) মিজোরাম

(গ) ত্রিপুরা


(ঘ) কর্ণাটক ।

৯। ‘ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স’ কাকে সম্মানিত করেছে ?

(ক) প্রভা নরসিংহন

(খ) রাজেশ গোপীনাথ

(গ) ডাঃ বিনা মোদী


(ঘ) জসলিন কোহলি ।

১০। ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’-এ গোবিন্দ সুনীল মহাজন কোন পদক জিতেছেন ?

(ক) ব্রোঞ্জ

(খ) সিলভার

(গ) সোনা

(ঘ) কোনটিই নয় ।

১১। দীপক পুনিয়া এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সিলভার পদক জিতেছেন ।
১২। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 1971 যুদ্ধের প্রবীণদের আসামে সম্মানিত করেছেন ।
১৩। বিশ্বের 5তম ধনী ব্যক্তি হয়েছেন গৌতম আদানি ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here ।