Latest

Sunday, May 1, 2022

WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 1 || পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি || Free PDF

 WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 1


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 1 || পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি || Free PDF

প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা তোমরা জানো যে পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি থাকে । তাই আমি তোমাদের অনুশীলনের জন্য এবং যাতে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে বা প্রস্তুত করতে পারো , কিছু বাংলা পেডাগগি শেয়ার করলাম । আশা করি তোমাদের কাজে আসবে । যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ো । তাহলে আমি আরও কিভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব ।

WB PRIMARY TET BENGALI PEDAGOGY

১। শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় বাংলা ব্যাকারনের ‘সন্ধি’ শেখানোর মাধ্যমে –

(ক) বাক্যের গঠন শেখাবেন ।

(খ) বাক্যের মধ্যে সৌন্দর্যতা আনয়ন করবেন ।

(গ) ধ্বনির ব্যবহার শেখাবেন ।

(ঘ) রুচিবোধ গঠন করেবন ।

২। থর্নডাইকের সংযোজনবাদের উপর গড়ে ওঠা পদ্ধতির নাম –

(ক) প্রচেষ্টা পদ্ধতি ।  

(খ) সংযোজন পদ্ধতি  ।

(গ) অন্তর্দৃষ্টি পদ্ধতি ।

(ঘ) প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি ।

৩। ফিল্ড থিয়োরি-র আবিষ্কারক হলেন –

(ক) ফিল্ড ।

(খ) কার্ট লিউটন ।

(গ) থর্নডাইক ।

(ঘ) প্যাভলভ ।

৪। কত সাল থেকে প্রাথমিক স্তরে প্রথম শ্রেণি থেকে ইংরেজি শিক্ষা চালু হয় –

(ক) ১৮৯৯ ।

(খ) ১৯৯৯ ।

(গ) ২০০৪ ।

(ঘ) ২০০৮ ।

৫। ভাষা যেখানে অন্তরায়, সেই পরিবেশে শিক্ষার্থীর শিখনের মাত্রা নির্ভর করে –

(ক) সফলতার ওপর ।

(খ) গুরুত্বপূর্ণতার ওপর ।

(গ) ব্যর্থতার ওপর ।

(ঘ) ক্রিয়াশীলতার ওপর ।

৬। ‘ভাষা’ শব্দের ধাতু হল –

(ক) ভাষা ।

(খ) ভাখা্‌ ।

(গ) ভাষ্‌ ।

(ঘ) আ ।

৭। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারে মাতৃভাষা শিক্ষা হয় –

(ক) ধীরলয়ে ।

(খ) দ্রুত ।

(গ) অর্ধেকের বেশি বোধগম্য ।

(ঘ) পূর্বোক্ত কোনটিই নয় ।

৮। প্রাথমিক স্তরে মাতৃভাষার ওপর গুরুত্ব স্বীকার করেন –

(ক) রাধাকৃষ্ণন কমিশন ।

(খ) স্যাডলার কমিশন ।

(গ) হান্টার কমিশন ।

(ঘ) অশোক মিত্র কমিশন ।

৯। শিশু শিক্ষার্থীর কোন বিশেষ অঙ্গ বেশি সক্রিয় থাকে –

(ক) চক্ষু ।

(খ) কর্ণ ।

(গ) হাত পা নয় ।

(ঘ) পূর্বোক্ত দুটিই ঠিক ।

১০। দর্শন ভিত্তিক শিক্ষন সহায়ক উপকরন হল –

(ক) চার্ট ।

(খ) রেখাচিত্র ।

(গ) মডেল ।

(ঘ) পূর্বোক্ত সবগুলিই ঠিক ।

১১। বাচন শিক্ষা গ্রহণে শিক্ষার্থীর ত্রুটি গুলির মধ্যে অন্যতম উদ্দেশ্য হল –

(ক) অতি আত্মবিশ্বাস ।

(খ) যা ইচ্ছে বলা ।

(গ) শিক্ষককে নকল করা ।

(ঘ) তোতলানো ।

১২। মুখ্য ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল –

(ক) মূল্যবোধ সৃষ্টি ।

(খ) জাতীয় চেতনা সৃষ্টি ।

(গ) সামাজিক বোধ সৃষ্টি  ।

(ঘ) জ্ঞানচর্চা সৃষ্টি ।

১৩। পাঠ কয় প্রকার –

(ক) দুই প্রকার ।

(খ) তিন প্রকার ।

(গ) চার প্রকার ।

(ঘ) পাঁচ প্রকার ।

১৪। ভাষা শিখনে সরব পাঠের সুবিধা হল –

(ক) কণ্ঠস্বর ভালো হয় ।

(খ) উচ্চারণ স্পষ্ট হয় ।

(গ) সময় কম লাগে ।

(ঘ) পূর্বোক্ত কোনটিই নয় ।

১৫। শিক্ষার্থী যখন কোনো রেকর্ড করা প্রোগ্রাম শোনেন তখন হয় –

(ক) প্রত্যক্ষ শ্রবণ ।

(খ) আত্মনিষ্ঠ শ্রবণ ।

(গ) পরোক্ষ শ্রবণ ।

(ঘ) ব্যক্তিনিষ্ঠ শ্রবণ ।

WB PRIMARY TET BENGALI PEDAGOGY

উত্তরঃ-

১। (গ)  ২। (ঘ)   ৩। (খ)   ৪। (গ)  ৫। (গ)  ৬। (গ)  ৭। (গ) ৮। (ঘ)       

৯। (ঘ)  ১০। (ঘ)  ১১। (ঘ) ১২। (ক)  ১৩। (ক) ১৪। (খ)  ১৫। (গ) ।


আজকের WB PRIMARY TET BENGALI PEDAGOGY এর PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড লিঙ্কে করো - Download PDF Here