Road Transportation of India
সড়ক পরিবহন
v
রাস্তার দৈর্ঘ্যের হিসাব অনুযায়ী ভারত পৃথিবীর অন্যতম ।
v
ভারতবর্ষের সড়কের মোট দৈর্ঘ্য ৪৪ লক্ষ্য কিলোমিটারেরও বেশি ।
v
সড়ক রক্ষণাবেক্ষণ এবং নির্মাণের ভিত্তিতে সড়ক বিভিন্ন ভাগে বিভক্ত । যেমন - জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা সড়ক, গ্রাম্য রাস্তা এবং সীমান্ত রাস্তা ।
v
জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণ করে কেন্দ্রীয় সরকার, রাজ্য সড়ক রক্ষণাবেক্ষণ করে রাজ্য সরকার । জেলা সড়কগুলি রক্ষণাবেক্ষণ করে জেলা দপ্তর । সীমান্ত রাস্তা ও আন্তর্জাতিক সড়কপথ গুলির দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ।
v
বর্তমানে ভারতের জাতীয় সড়কের দৈর্ঘ্য ৭১০০০ কিলোমিটার । মোট সড়কের দৈর্ঘ্যের মাত্র 2% কিন্তু 40% যান চলাচল করে ।
কিছু গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক হলোঃ-
১ নম্বর জাতীয় সড়কঃ নতুন দিল্লি – আম্বালা - জলন্ধর - অমৃতসর ।
২ নম্বর জাতীয় সড়কঃ দিল্লি – মথুরা – আগ্রা - কানপুর – এলাহাবাদ - বারানসি - কলকাতা ।
৩ নম্বর জাতীয় সড়কঃ আগ্রা – গোয়ালিয়র - নাসিক - মুম্বাই ।
৪ নম্বর জাতীয় সড়কঃ সালে - চেন্নাই ভাইয়া পুণে ও বেলগাঁও ।
৫ নম্বর জাতীয় সড়কঃ কলকাতা - চেন্নাই ।
৬ নম্বর জাতীয় সড়কঃ কলকাতা – ধুলে ।
৭ নম্বর জাতীয় সড়কঃ বারানসি - কন্যাকুমারী ।
৮ নম্বর জাতীয় সড়কঃ দিল্লী – মুম্বাই(ভায়া জয়পুর, বরোদা ও আমেদাবাদ) ।
৯ নম্বর জাতীয় সড়কঃ মুম্বাই - বিজয়ওয়াড়া ।
১০ নম্বর জাতীয় সড়কঃ দিল্লি – ফাজিলকা ।
১১ নম্বর জাতীয় সড়কঃ আগ্রা - বিকানীর ।
১২ নম্বর জাতীয় সড়কঃ জব্বলপুর - জয়পুর ।
২৪ নম্বর জাতীয় সড়কঃ দিল্লি - লখনাউ ।
২৭ নম্বর জাতীয় সড়কঃ এলাবাদ – বারাণসী ।
২৮ নম্বর জাতীয় সড়কঃ
বারাউনি - লখনউ ।
২৯ নম্বর জাতীয় সড়কঃ
গোরক্ষপুর - বারাণসী ।
৫৬ নম্বর জাতীয় সড়কঃ লখনউ – বারাণসী ।
দ্রষ্টব্যঃ সোনালী চতুর্ভুজ প্রকল্প - চারটি মহানগর দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা কে যুক্ত করেছে । এর মোট দৈর্ঘ্য ৫৮৪৬ কিলোমিটার । এটি ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রথম ধাপ । এটির মোট খরচ ৩০ হাজার কোটি টাকা যেটি সরকারি খনিজ তেল জাতীয় দ্রব্যের উপর থেকে সংগ্রহ করেছে । ২০১২ সালের জানুয়ারি মাসে নেটওয়ার্ক ঘোষণা করেছে চারটি লাইন যুক্ত সোনালী চতুর্ভুজ সড়ক সম্পন্ন হয়েছে ।
v
উত্তর- দক্ষিণ -পূর্ব -পশ্চিম কড়িডর (এন এস ই ডব্লিউ ) ভারতের চলতি যে এক্সপ্রেস ওয়ে তৈরি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প । এটি ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট এর দ্বিতীয় ধাপ । এতে ৪/৬ লেনের ৭৩০০ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে শ্রীনগর, কন্যাকুমারী, পোরবন্দর এবং শিলচর কে যুক্ত করেছে । 2012 সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী 7300 কিলোমিটারের মধ্যে ৫৯৪৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে ।
v
মহারাষ্ট্রে ভারতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দৈর্ঘ্যের রাস্তা আছে (165000 কিলোমিটার) । এরপর তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের স্থান, রাস্তার ঘনত্বের দিক থেকে প্রথম স্থান অধিকার করে আছে পাঞ্জাব ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Click Here .