Life Science GK Bengali PDF Part - 35
![]() |
Life Science GK Bengali |
৪৬) LTH এর পুরো নাম কী ?
উঃ- লিউটোট্রফিক হরমোন ।
৪৭) কোন্ হরমোনের অভাবে রক্তে
গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ?
উঃ- ইনসুলিন ।
৪৮) কোন্ হরমোন হৃদ্গতি বাড়িয়ে
দেয় ?
উঃ- অ্যাড্রিনালিন ।
৪৯) কোন্ হরমোন BMR বাড়িয়ে দেয় ?
উঃ- থাইরক্সিন ।
৫০) ইনসুলিনের বিপরীত হরমোন কোন্টি ?
উঃ- গ্লুকাগন ।
৫১) অ্যাডরিনালিনের বিপরীত হরমোনের
উদাহরণ দাও।
উঃ-
নর্ - অ্যাড্রিনালিন ।
৫২) একটি লোকাল হরমোনের উদাহরণ দাও ।
উঃ- টেস্টোস্টেরন ।
৫৩) একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও
।
উঃ- GTH .
৫৪) ফল পাকাতে সাহায্য করে কোন্
হরমোন ?
উঃ- ইথিলিন ।
৫৫) IAA- এর পুরো নাম কী ?
উঃ- ইণ্ডোল অ্যাসেটিক অ্যাসিড ।
৫৬) GA- এর পুরো নাম কী ?
উঃ- জিব্বারেলিক অ্যাসিড ।
৫৭) অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশটির
নাম কী ?
উঃ- আইলেটস্ অফ্ ল্যাংগারহ্যানস ।
৫৮) পিটুইটারি গ্রন্থির ওজন কত ?
উঃ-
0.5 গ্রাম ।
৫৯) দুগ্ধক্ষরণে কোন হরমোন সাহায্য
করে ?
উঃ- প্রোল্যাকটিন ।
৬০) দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের
নাম করো ।
উঃ-
ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।