Air Transportation of India
আকাশপথ পরিবহন (Air Transport)
v জে. আর. ডি টাটা
ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম মুম্বাই থেকে করাচি পর্যন্ত বিমান উড়িয়েছিলেন ।
v টাটা এয়ারলাইন্স
১৯৩৫ সালে মুম্বাই থেকে তিরুবন্তপুরম এবং হাজার ১৯৩৭ সালে মুম্বাই থেকে দিল্লি বিমান
চলাচল শুরু করেন ।
ভারতের বিমানবন্দর (Airports in
India)
ভারতে অনেকগুলি আন্তর্জাতিক বিমানবন্দর
আছে, সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল -
(১) রাজীব গান্ধী
আন্তর্জাতিক বিমানবন্দর -- হায়দরাবাদ ।
২) কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর
-- কালিকট ।
৩) ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর
-- মুম্বাই ।
৪) আন্তর্জাতিক বিমানবন্দর -- চেন্নাই ।
৫) বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর
-- বেঙ্গালুরু ।
৬) লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক
বিমানবন্দর -- বারাণসী ।
৭) লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক
বিমানবন্দর -- গুয়াহাটি ।
৮) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
-- দিল্লি ।
৯) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক
বিমানবন্দর -- কলকাতা ।
১০) গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর
-- অমৃতসর ।
১১) সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক
বিমানবন্দর -- আমেদাবাদ ।
১২) তিরুবন্তপুরম্ আন্তর্জাতিক বিমানবন্দর
-- তিরুবন্তপুরম ।
১৩) জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর
-- জয়পুর ।
১৪) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
-- কোচি ।
১৫) বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর
- পোর্ট ব্লেয়ার ।
১৬) বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর
-- ভুবনেশ্বর ।
১৭) ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর
-- ইম্ফল ।
v ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিমানবন্দর এবং ছত্রপতি শিবাজী বিমানবন্দর দক্ষিণ এশিয়ার অর্ধেকের বেশি
বিমান চলাচল নিয়ন্ত্রণ করে । এই বিমানবন্দর গুলি ছাড়াও ভারতে অনেকগুলি জাতীয় বিমানবন্দর
আছে ।
v ভারতের বেশিরভাগ বিমানবন্দর গুলিই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিজস্ব মালিকানাধীন । এর ব্যবস্থাপনায় বিমানবন্দর গুলির আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় বিমানবন্দর, কাস্টমস বিমানবন্দর ও সিফিল এনক্লেভস এই চারটি ভাগে ভাগ করা হয় ।