Latest

Tuesday, March 8, 2022

Air Transportation of India ।। ভারতের আকাশ পরিবহন ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য

 Air Transportation of India

Air Transportation of India


বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Air Transportation of India ।। ভারতের আকাশ পরিবহন ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য ।

প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে general knowladge তথা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি । Air Transportation of India এর গুরুত্বপূর্ণ তথ্য গুলি পড়ে নাও প্রয়োজনে নীচের লিঙ্ক থেকে PDF সংগ্রহ করে নাও -

আকাশপথ পরিবহন (Air Transport)

v জে. আর. ডি টাটা ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম মুম্বাই থেকে করাচি পর্যন্ত বিমান উড়িয়েছিলেন ।

v টাটা এয়ারলাইন্স ১৯৩৫ সালে মুম্বাই থেকে তিরুবন্তপুরম এবং হাজার ১৯৩৭ সালে মুম্বাই থেকে দিল্লি বিমান চলাচল শুরু করেন ।

ভারতের বিমানবন্দর (Airports in India)

ভারতে অনেকগুলি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল -

() রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর -- হায়দরাবাদ ।

২) কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর --  কালিকট ।

৩) ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর --  মুম্বাই ।

৪) আন্তর্জাতিক বিমানবন্দর --  চেন্নাই ।

৫) বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর --  বেঙ্গালুরু ।

৬) লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর --  বারাণসী ।

৭) লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর --  গুয়াহাটি ।

৮) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর --  দিল্লি ।

৯) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর --  কলকাতা ।

১০) গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর -- অমৃতসর ।

১১) সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর -- আমেদাবাদ ।

১২) তিরুবন্তপুরম্‌ আন্তর্জাতিক বিমানবন্দর --  তিরুবন্তপুরম ।

১৩) জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর --  জয়পুর ।

১৪) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর --  কোচি ।

১৫) বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর -  পোর্ট ব্লেয়ার ।

১৬) বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর --  ভুবনেশ্বর ।

১৭) ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর --  ইম্ফল ।

v ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং ছত্রপতি শিবাজী বিমানবন্দর দক্ষিণ এশিয়ার অর্ধেকের বেশি বিমান চলাচল নিয়ন্ত্রণ করে । এই বিমানবন্দর গুলি ছাড়াও ভারতে অনেকগুলি জাতীয় বিমানবন্দর আছে ।

v ভারতের বেশিরভাগ বিমানবন্দর গুলিই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিজস্ব মালিকানাধীন । এর ব্যবস্থাপনায় বিমানবন্দর গুলির আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় বিমানবন্দর, কাস্টমস বিমানবন্দর ও সিফিল এনক্লেভস এই চারটি ভাগে ভাগ করা হয় ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Click Here